বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ধর্ম যার যার উৎসব সবার

বাগেরহাট প্রতিনিধি

ধর্ম যার যার উৎসব সবার

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে। শারদীয় উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়। বাংলাদেশ ও ভারতের সব সম্প্রদায়ের মানুষ এই উৎসবে সমানভাবে যোগ দিয়ে থাকে। শেখ হাসিনার সরকার এই শারদীয় উৎসবকে গুরুত্ব দিয়ে থাকে। গতকাল বিকালে বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে ব্যক্তি উদ্যোগে করা হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীর দিনে ৬৫১টি প্রতিমা নিয়ে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দুর্গাপূজার উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার একথা বলেন। হাইকমিশনার আরও বলেন, বাংলাদেশে এটা আমার দ্বিতীয় শারদীয় উৎসব। তবে ঢাকার বাইরে কোনো দুর্গা উৎসবে আসা এটাই প্রথম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর