বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মাহবুবুল হক

নিজস্ব প্রতিবেদক

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মাহবুবুল হক

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, খ্যাতিমান রাজনীতিক, বাসদের আহ্বায়ক আ ফ ম মাহবুবুল হক। তিনি বর্তমানে অটোয়ার একটি হাসপাতালে ভর্তি আছেন। গত সোমবার সন্ধ্যায় সিঁড়ি থেকে পড়ে গিয়ে তিনি মস্তিষ্কে আঘাত পান। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, মাহবুবুল হক অটোয়ার সিভিক হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার মস্তিষ্কে অপারেশ করা প্রয়োজন হতে পারে বলে ডাক্তাররা জানিয়েছেন। সূত্র জানায়, ২০০৪ সালের ২৫ অক্টোবর অজ্ঞাত ঘাতক গাড়ি চাপা দিয়ে তাকে হত্যার চেষ্টা করেছিল। এ ঘটনায় দেশে চিকিৎসার পর তাকে কানাডায় পাঠানো হয়। মাহবুবুল হক ১৯৬২ সালে স্কুল জীবনে শরীফ কমিশনের প্রতিক্রিয়াশীল শিক্ষানীতিবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেন ও পুলিশের নির্যাতনের শিকার হন। তিনি ১৯৬৭-৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাকিস্তান ছাত্রলীগ সূর্যসেন হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৬৮-৬৯ সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য, ১৯৬৯-৭০ সালে কেন্দ্রীয় সহ সম্পাদকের দায়িত্ব পালন করেন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বি এল এফের অন্যতম প্রশিক্ষক ও পরিচালকের দায়িত্ব পালন করেন। ১৯৭২ সালে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ১৯৭৩-৭৮ পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৮-৮০ সালে জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও ১৯৮০ সালের শেষের দিকে বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য হন। তিনি ১৯৮৩ সালে বাসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নিযুক্ত হন। আপোসহীন এই নেতা ১৯৬৮ সালে প্রথম কারাবরণ করেন। ১৯৭৬-৭৮ সাল পর্যন্ত পুনরায় রাজবন্দী হিসেবে কারাগারে কাটান। ১৯৮৬ সালে আবার কারাবরণ করেন। ১৯৯৫ সালে ঋণখেলাপি কালোটাকার মালিকদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মিথ্যা মামলায় হয়রানির শিকার হন।

সর্বশেষ খবর