শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

রোহিঙ্গা ফেরতে কাজ করছে যুক্তরাষ্ট্র

------- বার্নিকাট

কক্সবাজার প্রতিনিধি

রোহিঙ্গা ফেরতে কাজ করছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেছেন, ‘মিয়ানমার থেকে আশ্রয়ের জন্য বাংলাদেশে আসা রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নিতে কাজ করছে যুক্তরাষ্ট্র। তবে এটি একটি দীর্ঘ প্রক্রিয়া।’

তিনি গতকাল দুপুরে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে এ কথা বলেন। এ সময় তিনি রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক দাতা সংস্থার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও তদারকি করেন। পরে তিনি বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)সহ বিভিন্ন দাতা সংস্থার কর্মকর্তা, জেলা প্রশাসন ও এনজিওর লোকজন উপস্থিত ছিলেন। বার্নিকাট ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) মাধ্যমে বাংলাদেশে রোহিঙ্গা সংকট মোকাবিলায় ৬০ লাখ ডলার জাতিসংঘ বিশ্ব খাদ্য সংস্থাকে (ডব্লিউএফপি) প্রদান করছে। এ তহবিল ডব্লিউএফপিকে চলতি বছরের শুরুতে দেওয়া ১০ লাখ ডলারের সঙ্গে যুক্ত হবে। এ সহায়তা ছাড়াও খাদ্য বিতরণের পাশাপাশি মানবিক সহায়তা প্রদান করতে প্রয়োজনীয় সরঞ্জামাদি দেওয়া হবে।

সর্বশেষ খবর