শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ধরা কঠিন পদে থাকা দুর্নীতিবাজদের

------ দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

ধরা কঠিন পদে থাকা দুর্নীতিবাজদের

কেউ পদে থাকা অবস্থায় তার দুর্নীতি ধরার জটিলতার কথা জানালেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সাবেক এই সচিব আরও বলেন, আমি যখন ক্ষমতায়। আমার দুর্নীতি এখন আপনি খুঁজে বের করতে পারবেন না। এটা খুবই কঠিন।

উদাহরণ হিসেবে তিনি বলেন, একজন কর্মকর্তা, যিনি ক্ষমতায় আছেন, তিনি যে কাজটা করছেন, উনি ঠিকই ফাইলটা উনার আওতায় রেখে দিচ্ছেন। আপনি যতই রিপোর্ট করেন না কেন, এই ফাইল বের করা এত সহজ না। দুদক চেয়ারম্যান বলেন, কোনো বিচারকের বিরুদ্ধে দুদকের তদন্ত বন্ধ হয়নি। তদন্ত চলছে। গতকাল দুদকের প্রধান কার্যালয়ে পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনার চলমান এক বছরের কার্যক্রম বিষয়ে মিডিয়া ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।  দুদক চেয়ারম্যান সারা দেশে চালের অবৈধ মজুদের কথা উল্লেখ করে আরও বলেন, আল্লাহর দোহাই লাগে চালের মজুদ ছেড়ে দেন। কারণ দুদকের মামলা মানে একটি ক্যান্সার। ধ্বংস হয়ে যাবেন মামলার কারণে। তিনি বলেন, চালের দাম বাড়ছে মজুদদারদের কারণে। সরকারের সুন্দর সিস্টেম রয়েছে। কিন্তু সিস্টেম মানছে না। এই সিস্টেম কেন মানেনি, আমরা বলব ঘুষ দিয়েছে বলে মানেনি। সিনিয়র সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির প্রতিবেদন করার কারণে সংবাদকর্মী ও প্রতিষ্ঠানের প্রতি হুমকি ও মামলা হলে দুদক প্রতিষ্ঠান ও সাংবাদিকদের পাশে দাঁড়াবে। তিনি বেসিক ব্যাংকের প্রসঙ্গ টেনে বলেন, এখন পর্যন্ত ৫৪টি মামলা হয়েছে। আরও মামলা হবে। আমরা এ পর্যন্ত ৮২ জনকে গ্রেফতার করেছি। তিনি দুদকের হটলাইন সেবা ১০৬ এর বিষয়ে বলেন, গতকাল পর্যন্ত ২ লাখ ৯ হাজার ফোনকলে আমরা অভিযোগ পেয়েছি। এসব অভিযোগ থেকে ৫২৩টি অভিযোগ আমলে নেওয়া হয়েছে। গতকাল পর্যন্ত ২৩ মামলার অনুসন্ধান শুরু করেছে দুদক।  দুদক চেয়ারম্যান মালয়েশিয়ার সেকেন্ড হোম ও কানাডার বেগম হোম সম্পর্কে বলেন, এসব বিষয়ে দুদকের সক্ষমতা কম। দুদক সরকারি কর্মকর্তাদের আর্থিক অনিয়মের বিষয়ে ভূমিকা রাখতে পারে। ব্যবসায়ী ও রাজনীতিবিদদের ব্যাপারে এনবিআর ও সিআইডি মানিলন্ডারিং বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে পারে। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ইকবাল মাহমুদ বলেন, দুদককে সরকার সহযোগিতা করছে। মন্ত্রণালয় ও বিভিন্ন বিভাগ সহযোগিতা করছে। এরপর ‘তবে একটা গোপন কথা বলি’ বলার পর পদধারীদের ধরতে সমস্যার কথা বলেন দুদক চেয়ারম্যান। একই সঙ্গে তিনি বলেন, দুর্নীতির তথ্য পেতে অসহযোগিতার কারণে বহু সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুর্নীতি সংক্রান্ত অভিযোগ গ্রহণের ক্ষেত্রে দুদক আগের চেয়ে ‘অনেক সতর্ক’ বলেও জানান ইকবাল মাহমুদ। সব অভিযোগ আমরা নিতে পারি না। কর্মকর্তাদের বলেছি, যেগুলো নেবেন, সেগুলো যেন সঠিক হয়, এত বেশি নেওয়ার দরকার নেই। এখন আমাদের অনেক অফিসে মামলা কম। আগে যেভাবে নোটিস দেওয়া হতো ঢালাওভাবে, একটি মামলা এসেছে দাও ২০ জনকে নোটিস। দুর্নীতি হয়েছে? ১০০ জনকে ডাক! এখানে নিয়ে আস। কিন্তু আমরা এখানে ডাকি খুব কম। আমরা যাই। ব্যাপক দুর্নীতি থাকার কথা স্বীকার করে তিনি বলেন, প্রত্যেক জায়গায় দুর্নীতি। তবে দুর্নীতির বিরুদ্ধে প্রতিযোগিতায় আমরা কিছুটা এগিয়েছি। দুর্নীতি হয়তো কিছুটা কমেছে। আমরা লাগাম টেনে ধরার চেষ্টা করছি। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, দুদক কমিশনার এ এফ আমিনুল ইসলাম ও ড. নাসির উদ্দিন এবং দুদক সচিব মো. শামসুল আরেফিন। বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংবাদিক রাহাত খান, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ইটিভির প্রধান সম্পাদক ও বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূন, ৭১ টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হারুনুর রশিদ, ইনডিপেনডেন্ট টিভির নির্বাহী সম্পাদক খালেদ মহিউদ্দিন ও এস এ টিভির চেয়ারম্যান সালাহউদ্দিন আহমেদ প্রমুখ। এর আগে সভার শুরুতে দুদকের পাঁচ বছরের কর্মপরিকল্পনার তথ্য তুলে ধরেন দুদক সচিব ড. মো. শামসুল আরেফিন। সিনিয়র সাংবাদিক রাহাত খান বলেন, মিডিয়া কখনই দুদকের বন্ধু হতে পারে না। বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম দুদক চেয়ারম্যানের উদ্দেশে বলেন, উল্টো পথে গাড়ি চালানোর বিষয়ে আপনার সহযোগিতা ও ভূমিকা প্রশংসিত হয়েছে। তিনি বলেন, দেশের বিভিন্ন ব্যাংক থেকে জাল দলিলে ভুয়া ঋণ নেওয়া বন্ধ হয়নি। এসব বড় ঋণের দলিল যাচাই-বাছাই হলে সব কিছু বেরিয়ে আসবে। ৭১ টিভির মোজাম্মেল বাবু বলেন, ঘুরে দাঁড়িয়েছে দুদক। আপনাদের বর্তমান কিছু কর্মকাণ্ড সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস বাড়িয়েছে। যুগান্তরের সাইফুল আলম বলেন, আমরা আরও ভালো কিছু আশা করছি। ইটিভির  মনজুরুল আহসান বুলবুল বলেন, মিডিয়া ও দুদকের মধ্যে পারস্পরিক সম্পর্ক বজায় রেখে কাজ করা দরকার।

সর্বশেষ খবর