শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

তাজিয়া মিছিলে নিষিদ্ধ অস্ত্র আগুন লাঠি ঢোল

--- ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

পবিত্র আশুরার তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র, ঢোল, লাঠি ও আগুন খেলা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তা তল্লাশি পেরিয়ে আশুরার মিছিলে অংশ নিতে হবে। মিছিল শুরুর পর কোনোভাবেই মাঝপথে মিছিলে প্রবেশ করা যাবে না। তাজিয়া মিছিল কঠোর নিরাপত্তা বলয়ে থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। গতকাল সকালে রাজধানীর হোসনি দালান ইমামবাড়ায় নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, মিছিলে সব ধরনের ধাতব ও দাহ্য পদার্থ, জিঞ্জির, দা-ছুরি-তলোয়ার, ঢোল-লাঠি খেলা, ব্যাগ, পোঁটলা, আগুন খেলা ও আতশবাজি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তাজিয়া মিছিলের শুরুতে অংশ নিতে হবে। শুরুর পর কেউ মিছিলে অংশ নিতে পারবে না। হোসনি দালান, বিবিকা রওজাসহ রাজধানীর বিভিন্ন ইমামবাড়ায় পর্যাপ্ত সিসি ক্যামেরা লাগানো হয়েছে।

আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর দিয়ে প্রত্যেক দর্শনার্থীকে তল্লাশি করে অনুষ্ঠানস্থলে প্রবেশ করানো হবে। র‌্যাব ও পুলিশের ডগ স্কোয়াড দিয়ে অনুষ্ঠানস্থল সুইপিং করানো হবে। থাকবে রুফটপ ডিউটি, রোড ব্যারিকেড ব্যবস্থা, গাড়ি ও ফুট পেট্রলিং। মিছিলের আগে, মাঝে, পাশে ও পেছনে থাকবে পুলিশের নিরাপত্তাব্যবস্থা। তাজিয়া মিছিলে সাদা পোশাকে ও ইউনিফর্মে থাকবে পর্যাপ্ত পুলিশ সদস্য। ডিএমপি-প্রধান বলেন, দুই বছর আগে ২০১৫ সালের ২৩ অক্টোবর তাজিয়া মিছিলে প্রস্তুতির সময় হোসনি দালানে হামলার ঘটনা ঘটে। তাই এবার তাজিয়া মিছিলসহ আশুরার বিভিন্ন অনুষ্ঠানে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। প্রস্তুত থাকবে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট, ফায়ার টেন্ডার ও অ্যাম্বুলেন্স। আশুরা উদ্যাপন ও তাজিয়া মিছিলের পুরো দৃশ্য ক্যামেরাবন্দী করা হবে।

সর্বশেষ খবর