শিরোনাম
রবিবার, ১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

আইনি জটিলতায় শতাধিক পৌর ও ইউপি নির্বাচন

গোলাম রাব্বানী

আইনি জটিলতায় শতাধিক পৌর ও ইউপি নির্বাচন

মামলাসহ বিভিন্ন জটিলতায় আটকে আছে স্থানীয় সরকারের শতাধিক নির্বাচন। এর মধ্যে ৩৪ পৌরসভা ও ৭৭টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এ তালিকায় নবগঠিত কিছু প্রতিষ্ঠান স্থান পেয়েছে, যেগুলো গঠনের পর থেকে নানা কারণে নির্বাচন করতে পারেনি ইসি। এদিকে আইনি জটিলতা নিরসন করে এসব প্রতিষ্ঠানে নির্বাচন করতে স্থানীয় সরকার বিভাগ ও অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি নিয়ে যৌথ বৈঠকে বসছে নির্বাচন কমিশন। আগামী মঙ্গলবার

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বেলা ১১টায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে। আগামী একাদশ সংসদ নির্বাচনের আগে এসব নির্বাচন শেষ করতে চায় নির্বাচন কমিশন। ইসি কর্মকর্তারা বলছেন মামলা, নতুন গঠন, সীমানা জটিলতা, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিসহ বিভিন্ন জটিলতায় শতাধিক নির্বাচন আটকা রয়েছে। এর মধ্যে পৌরসভাগুলোয় সীমানাসংক্রান্ত মামলা, পৌরসভা গঠনের বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। ইসি সম্প্রতি এসব প্রতিষ্ঠানে নির্বাচন করতে উদ্যোগ নিতে যাচ্ছে। এর আগে মামলা জটিলতা নিরসনে স্থানীয় সরকার বিভাগ ও অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধির সঙ্গে বৈঠক করা হবে। এরপর নির্বাচনের তফসিল ঘোষণাসংক্রান্ত সিদ্ধান্ত আসতে পারে। সূত্র জানিয়েছেন, বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু ভালো নির্বাচন করেছে। এসব নির্বাচন নিয়ে তেমন কোনো প্রশ্ন নেই। তাই সংসদ নির্বাচনের আগে দলগুলোকে নির্বাচনমুখী করতে এসব নির্বাচন করতে চাইছে ইসি। এমনকি এসব নির্বাচনের মাধ্যমে ইসির প্রতি বিএনপিসহ অন্যান্য দলের আস্থা তৈরি হতে পারে বলে মনে করছে ইসি। ইসি সূত্র জানিয়েছেন, নানা জটিলতায় নির্বাচন হয়নি এই তালিকায় রয়েছে চট্টগ্রাম বিভাগের নাজিরহাট, হাটহাজারী, নারায়ণপুর ও দেবিদ্বার পৌরসভা। ঢাকা বিভাগের শিবপুর, কোটালীপাড়া, কালিয়াকৈর ও গোসাইরহাট পৌরসভা। সিলেট বিভাগের আজমিরীগঞ্জ, দোহার ও শ্রীমঙ্গল পৌরসভা। রংপুর বিভাগের নীলফামারী, পলাশবাড়ী, পার্বতীপুর, বোদা, দেবীগঞ্জ, সেতাবগঞ্জ ও বিরল পৌরসভা। রাজশাহী বিভাগের বাগাতিপাড়া, বাঘা, বেনাপোল, ধামইরহাট, বনপাড়া ও পাঁচবিবি পৌরসভা। খুলনা বিভাগের ঝিকরগাছা, মোংলা পোর্ট ও ঝিনাইদহ পৌরসভা। বরিশাল বিভাগের মঠবাড়িয়া, লালমোহন, আমতলী, পটুয়াখালী ও বাউফল পৌরসভা। ময়মনসিংহ বিভাগের নবগঠিত হালুয়াঘাট ও বকশীগঞ্জ পৌরসভা।

সর্বশেষ খবর