শিরোনাম
রবিবার, ১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ব্যাটিংটাও ভালো হলো না টাইগারদের

চালকের আসনে দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া প্রতিবেদক

আলোর স্বল্পতার কারণে ১৫ ওভার আগেই দিনের খেলা শেষ। দক্ষিণ আফ্রিকার লিড ২৩০ রানের। এখনো ব্যাটিং করছে প্রোটিয়ারা। দ্বিতীয় ইনিংসে তাদের স্কোর ৫৪/২। তৃতীয় দিন শেষে পচেফস্ট্রুম টেস্টে চালকের আসনে স্বাগতিকরা। এই টেস্টে হার এড়াতে হলে ‘মিরাকল’ কিছু একটা ঘটাতে হবে বাংলাদেশকে। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার চেয়ে ১৭৬ রানে পিছিয়ে ছিলেন মুশফিকরা। তবে এই সংখ্যাটা আরও ‘ছোট’ হতে পারত, যদি ব্যাটসম্যানরা উইকেট বিলিয়ে দিয়ে না আসতেন! তারপরেও প্রোটিয়াদের রানের পাহাড়ে চাপা পড়েও যে শেষ পর্যন্ত ফলোঅন এড়ানো সম্ভব হয়েছে সেটাই বা কম কিসে! গতকাল অসাধারণ ব্যাটিং করেছেন মুমিনুল হক ও মাহমুদুল্লাহ রিয়াদ। মুমিনুল আউট হয়েছেন ৭৭ রান করে। আর মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট থেকে এসেছে ৬৬ রান। দুই হাফ সেঞ্চুরিতেই বাংলাদেশের প্রথম ইনিংসে ৩২০ রান এসেছে। তবে এই ইনিংসটা আরও বড় হতে পারত। কিন্তু চা-বিরতির ঠিক পূর্ব মুহূর্তেই সব কিছু এলোমেলো হয়ে যায়। ছয় ওভারের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। মুশফিকদের স্কোর ২৯২/৫ থেকে হয়ে যায় ৩০৫/৮! মাত্র ১৩ রানের মধ্যে সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদ আউট হয়ে যান। সাব্বির ও মাহমুদুল্লাহ স্ট্যাম্পের বাইরের বল খেলতে গিয়ে ‘প্লেড অন’ হয়ে যান। আর তাসকিন অযথাই রান নিতে গিয়ে উইকেট বিলিয়ে চলে আসেন। চা-বিরতির পর দলীয় স্কোরের সঙ্গে আর মাত্র ১৫ রান যোগ করতেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। সব মিলে কাল টাইগাররা শেষ ৫ উইকেট হারিয়েছে মাত্র ২৮ রানে। লোয়ার অর্ডারে ব্যাটিংটা একটুখানি ভালো হলে এই টেস্টে উল্টো দক্ষিণ আফ্রিকাই বিপাকে পড়ে যেত!

সর্বশেষ খবর