শিরোনাম
মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত ৫৮

৩২ তলা ভবন থেকে হামলা ♦ আইএসের দায় স্বীকার

প্রতিদিন ডেস্ক

যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত ৫৮

স্টিফেন প্যাডক

যুক্তরাষ্ট্রের নেভাদা রাজ্যের জনপ্রিয় পর্যটন এলাকা লাস ভেগাসে উন্মুক্ত কনসার্টে এক বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে পাঁচ শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ‘মান্দালে বে রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোর      অদূরে অনুষ্ঠিত ওই কনসার্টে স্থানীয় সময় রবিবার রাতে এ ঘটনা ঘটে। ক্যাসিনোর ৩২তলার এক কক্ষ থেকেই কনসার্টে আসা লোকজনের ওপর নির্বিচারে গুলি চালায় এক বন্দুকধারী। পরে হামলাকারী নিজেও আত্মঘাতী হন বলে পুলিশের বরাতে লাস ভেগাসের সরকারি কর্মকর্তা জোসেফ লমবার্দো জানিয়েছেন। জিহাদি গোষ্ঠী আইএস এ হামলার দায় স্বীকার করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানায়। তবে এ ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো যোগসূত্র নেই বলে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সময়ের ইতিহাসে এটা হচ্ছে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা। এর আগে গত বছর ফ্লোরিডার ওরলান্ডোতে এক নাইটক্লাবে এক বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছিল। গত রাতে হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প এ ঘটনাকে ‘প্রকৃতই শয়তানি কাজ’ আখ্যায়িত করেছেন। আগামী বুধবার লাস ভেগাস সফরে যাবেন জানিয়ে ট্রাম্প দিনটিকে গোটা যুক্তরাষ্ট্রের জন্য ‘অতি কষ্টের দিন’ আখ্যায়িত করেছেন। তার ভাষায়, ‘শুধু আমার জন্য নয়, প্রতিটি মার্কিনির জন্যই এই মুহূর্ত খুবই কষ্টের।’ লাস ভেগাস সফরে তিনি নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন বলেও জানিয়েছেন। এর আগে এক টুইট বার্তায় ট্রাম্প  প্রাণহানির এ ঘটনায় শোক জানিয়েছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেছেন। আর সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এক টুইটে এ হামলাকে আমেরিকার ইতিহাসে ‘ভাবনার অতীত’ হিসেবে বর্ণনা করেছেন। বার্তা সংস্থা এপি জানিয়েছে, বন্দুকধারী স্টিফেন কয়েক মাস আগে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। স্টিফেন পাডকের ভাই এরিক সিএনএনকে জানিয়েছেন, ভাই কেন এমন কাজ করলেন এ ব্যাপারে তিনি এখনো পুরো অন্ধকারেই আছেন। স্টিফেন একজন অ্যাকাউন্ট্যান্ট ছিলেন এবং তার কোনো সন্তান ছিল না বলেও এরিক জানিয়েছেন। তাদের বাবা একজন কুখ্যাত ব্যাংক ডাকাত ছিলেন এবং এক পর্যায়ে এফবিআইর ‘টেন মোস্ট ওয়ান্টেড’ তালিকাভুক্ত ছিলেন বলেও যোগ করেছেন এরিক। কয়েক বছর হলো তিনি মারা গেছেন। লাস ভেগাসের ক্লার্ক কাউন্টির কর্মকর্তা (শেরিফ) জোসেফ লমবার্দো বার্তা সংস্থা রয়টার্সকে জানান, হামলাকারী স্থানীয় মেসকুয়াইট এলাকার বাসিন্দা যার নাম স্টিফেন পাডক (৬৪)। স্টিফেন একাই এ হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে কনসার্টে আসা লোকজনের ওপর নির্বিচারে গুলি করার আগ মুহূর্তে এক নারীকে হামলাকারীর সঙ্গে দেখা গেছে। মারিলো ডানলে (৬২) নামে ওই নারীর সন্ধান পাওয়া গেছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন। তবে ঘটনার সঙ্গে তার আপাতত সংশ্লিষ্টতার তথ্য নেই বলে লাস ভেগাস পুলিশ জানিয়েছে। কর্মকর্তা জোসেফ লমবার্দো পুুলিশের বরাতে আরও জানান, মান্দালে বে ক্যাসিনোর ৩২ তলার যে কক্ষে হামলাকারী স্টিফেন থাকতেন সেখানে পুলিশ পৌঁছার আগেই সে নিজের সঙ্গে থাকা অস্ত্র দিয়ে আত্মঘাতী হয়। এ সময় তার কক্ষ থেকে কমপক্ষে দশটি রাইফেল পাওয়া গেছে। গত ২৮ সেপ্টেম্বর হোটেলটিতে উঠেন তিনি। তবে কোনো জঙ্গি সংঘটনের সঙ্গে তার সংশ্লিষ্টতার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাই এ ঘটনাকে জোসেফ লমবার্দো ‘লোন উল্ফ’ হামলা হিসেবে বর্ণনা করেছেন। মেসকুয়াইট পুলিশ বিভাগ জানায়, হামলাকারী স্টিফেনের সঙ্গে তাদের এর আগে কোনো ধরনের যোগাযোগ ছিল না। নেভাদার মেসকুয়াইটে সে কতদিন ধরে বসবাস করছিল তাও তাদের জানা নেই। তাই এ ব্যাপারে তারা লাস ভেগাসের পুলিশকে সব ধরনের সহযোগিতা করছেন। বাকের্সফিল্ড পুলিশ বিভাগের কয়েকজন সদস্য ‘রুট নাইটিওয়ান হারভেস্ট’ নামে ওই সংগীত উৎসবে যোগ দিয়েছিলেন বলেও খবরে বলা হয়। নিহতদের মধ্যে পুলিশের দুজন অফ-ডিউটি কর্মকর্তাও রয়েছেন বলেও জোসেফ লমবার্দো জানিয়েছেন। তবে হতাহতদের ব্যাপারে বিস্তারিত কিছুই জানাতে পারেননি তিনি। স্থানীয় একটি হাসপাতালের মুখপাত্র ঘটনার শুরুর দিকে জানিয়েছিলেন, আহতদের মধ্যে চৌদ্দজনের অবস্থা গুরুতর। এদিকে, প্রত্যক্ষদর্শীদের বরাতে খবরে বলা হয়, হামলার ক্ষেত্রে স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করা হয়েছে বলেই মনে হচ্ছে। এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘কনসার্টস্থলের সর্বত্র কেবল রক্ত আর রক্ত পড়ে ছিল।’ কনসার্টে সামনের সারিতে বসা এক প্রত্যক্ষদর্শী রিক মেসিক বলেন, ‘অনুষ্ঠানস্থলের পাশের গাড়ি রাখার জায়গায় গুলিবিদ্ধ কয়েকজনকে পড়ে থাকতে দেখা যায়। তারা নিজেদের শরীরের রক্তপাত বন্ধের চেষ্টা করছিলেন। অপরদিকে, ঘটনার পরপরই ট্রপিকানাস্থ লাস ভেগাস বুলভাখ সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। ট্রপিকানা থেকে রাসেল রোড পর্যন্ত ফিফটিন ফ্রিওয়ে সড়কে যান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে বলে লাস ভেগাস মেট্রোপলিটান পুলিশ জানিয়েছে। বিবিসি, সিএনএন, রাশিয়া টুডে।

সর্বশেষ খবর