বুধবার, ৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিদিন ডেস্ক

১৫ দিন যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পথে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল স্থানীয় সময় সকাল সোয়া ১০টায় (বাংলাদেশ সময় বিকাল সোয়া ৩টা) ইউনাইটেড এয়ারলাইনসের ফ্লাইটে হিথরো বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল কাউনাইন। সেখানে তিন দিন কাটাবেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে ছোট বোন শেখ রেহানাও যুক্তরাষ্ট্র থেকে লন্ডনে ফিরেছেন। ৭ অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। ওইদিন প্রধানমন্ত্রীকে ঢাকায় হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত গণসংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। খবর বিডিনিউজ ও এনআরবি নিউজ।  এর আগে স্থানীয় সময় সোমবার রাত ১০টায় ওয়াশিংটন ডালাস ইন্টারনাশনাল এয়ারপোর্টে মা এবং খালাকে বিদায় অভ্যর্থনা জানান সজীব ওয়াজেদ জয় এবং তার স্ত্রী ক্রিস্টিনা জয়। এ সময় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ছাড়াও এয়ারপোর্টে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ, মোহাম্মদ ফারুক আহমদ, ফরিদ আলম, শাহানারা রহমানসহ মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ১৬ সেপ্টেম্বর নিউ ইয়র্কের পথে ঢাকা ছেড়েছিলেন প্রধানমন্ত্রী। ২১ সেপ্টেম্বর তিনি সাধারণ অধিবেশনে বক্তৃতা করেন। জাতিসংঘের কর্মসূচি শেষে ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ভার্জিনিয়ায় যান। সেখানে ছেলে সজীব ওয়াজেদ জয়ের পরিবারের সঙ্গে এক সপ্তাহ কাটিয়ে ২৯ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা ছিল। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত ২৫ সেপ্টেম্বর স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় প্রধানমন্ত্রীকে। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয় তার পিত্তথলির পাথর।  অসুস্থতার কারণে দেশে ফেরার তারিখ পেছালেও প্রধানমন্ত্রী ঢাকার সঙ্গে নিয়মিত যোগাযোগের পাশাপাশি অনলাইনে ‘গুরুত্বপূর্ণ দাফতরিক কাজ’ সেরেছেন। অবস্থানের সময় গত সোমবার সকালে অসুস্থতার মধ্যেও ৬১টি জরুরি ই-ফাইল অনুমোদন করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্জিনিয়ায় ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাসায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন।  

সর্বশেষ খবর