বুধবার, ৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
লাস ভেগাসে হত্যাযজ্ঞ

মোটিভ পাচ্ছে না পুলিশ, হামলাকারীর ছিল ৪২ অস্ত্র

প্রতিদিন ডেস্ক

মোটিভ পাচ্ছে না পুলিশ, হামলাকারীর ছিল ৪২ অস্ত্র

স্টিফেন প্যাডক

যুক্তরাষ্ট্রের নেভাদা রাজ্যের জনপ্রিয় পর্যটন শহর লাস ভেগাসের উন্মুক্ত কনসার্টে নির্বিচার হত্যাকাণ্ডের কারণ খোঁজার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের ধারণা, হামলাকারী স্টিফেন পাডক একাই দেশটির সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে নৃশংস এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তাই এর পেছনের কারণ উদ্ঘাটন করাই এখন প্রধান কাজ। তবে তা সত্যই কঠিন। ভয়াবহ এ হামলায় গতকাল পর্যন্ত প্রাণহানির সংখ্যা বেড়ে ৫৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও অন্তত ৫২৭ জন। আর হামলাকারী স্টিফেনের হোটেলকক্ষ ও নেভাদার মেসকুয়াইটে অবস্থিত বাড়িতে অভিযান চালিয়ে অন্তত ৪২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এত আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পাওয়ার পরিপ্রেক্ষিতে পুলিশের ধারণা, স্টিফেন পাডক হয়তো আরও ভয়াবহ ও মারাত্মক কিছু করার পরিকল্পনা করেছিলেন। স্থানীয় সময় রবিবার রাত ১০টার দিকে লাস ভেগাসের রুট নাইনটিওয়ান হারভেস্ট কান্ট্রিতে চলমান উন্মুক্ত এক সংগীত অনুষ্ঠানে নির্বিচারে গুলি চালান স্থানীয় বাসিন্দা স্টিফেন পাডক। ভেন্যুর মাত্র ৪০০ গজ দূরে অবস্থিত মান্ডালে বে রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোর ৩২ তলার নিজ কক্ষ থেকে এ নৃশংসতা চালান তিনি। এতে ঘটনার দিনই ৫৮ জন নিহত হন। পরে পুলিশ পৌঁছার আগেই নিজের অস্ত্র দিয়ে আত্মঘাতী হন পাডক। যুক্তরাষ্ট্রের আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এ ঘটনায় মার্কিনিদের পাশাপাশি পুরো বিশ্বের মানুষ স্তম্ভিত ও শোকাবহ। নিহতদের স্মরণ করে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ফ্রান্স, অস্ট্রেলিয়াসহ বিশ্বের অনেক দেশে নানামুখী কর্মসূচি নেওয়া হয়েছে। নেভাদার রেনো, লাস ভেগাস ও ইউনিভার্সিটি অব নেভাদা ক্যাম্পাসে স্মরণানুষ্ঠান হয়। এসব অনুষ্ঠানে কমিউনিটির সদস্যরা অংশ নেন। জিহাদি গোষ্ঠী আইএস এ হামলার দায় স্বীকার করলেও যুক্তরাষ্ট্রের জাতীয় তদন্ত সংস্থা এফবিআই সোমবারই জানিয়েছে, এ ঘটনার সঙ্গে আন্তর্জাতিক কোনো সন্ত্রাসী গোষ্ঠীর যোগসূত্র নেই। তদন্ত কর্মকর্তাদের মধ্যে কয়েকজনের মত, দীর্ঘদিনের মানসিক অসুস্থতায় ভুগছিলেন স্টিফেন। তবে তা নিশ্চিত করার মতো কোনো তথ্য নেই।

এদিকে হামলাকারী স্টিফেনের নিহত হওয়া প্রসঙ্গে লাস ভেগাস মেট্রোপলিটান পুলিশের কর্মকর্তা জোসেফ লমবার্দো জানিয়েছেন, মান্ডালে বে হোটেল থেকেই গুলিবর্ষণ করা হচ্ছে তা জানার পরপরই পুলিশের ছয় সদস্যের একটি দল হোটেলটির প্রতিটি তলায় তল্লাশি চালায়। একপর্যায়ে তারা ৩২ তলায় স্টিফেনের ভাড়া করা দুই কক্ষের বিশাল স্যুটের সন্ধান পায়। পুলিশের উপস্থিতি টের পাওয়ামাত্রই কক্ষের দরজা দিয়ে গুলি ছুড়তে থাকেন তিনি। একপর্যায়ে হামলাকারীর গুলিতে এক নিরাপত্তারক্ষীও আহত হন। পরে পুুলিশের সোয়াট শাখার একটি দল দরজা ভেঙে ভিতরে ঢোকে। ইতিমধ্যে স্টিফেন আত্মঘাতী হন বলে জানান ওই কর্মকর্তা। অন্যদিকে হামলাকারী স্টিফেনের নেভাদার বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ অন্তত ১৯টি আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, কয়েক শ রাউন্ড গুলি ও ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করেছে। এ ছাড়া তার ব্যবহূত গাড়ি থেকে বিস্ফোরক তৈরির কাজে ব্যবহূত কয়েক পাউন্ড অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, স্টিফেন অতীতে বেশ কিছু আগ্নেয়াস্ত্র কিনেছেন। এসব আগ্নেয়াস্ত্র বৈধভাবেই কিনেছিলেন বলে তদন্তকারীরা মনে করছেন। স্টিফেন তার অস্ত্রের মধ্যে একটিকে স্বয়ংক্রিয় অস্ত্রে রূপান্তরিত করেছিলেন বলেও খবরে দাবি করা হচ্ছে। বিবিসি, সিএনএন।

সর্বশেষ খবর