বুধবার, ৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

কূটনৈতিক প্রচেষ্টায় রোহিঙ্গা সমাধান

---------- হাসানুল হক ইনু

নিজস্ব প্রতিবেদক

প্রত্যেক রোহিঙ্গাকে হিসাব করে ফেরত নিতে হবে মিয়ানমারকে। এ সমস্যার স্থায়ী সমাধান করে তাদের নাগরিকত্ব ফেরত দিতে হবে। বাংলাদেশ-মিয়ানমার এবং জাতিসংঘের নেতৃত্বে ত্রিপক্ষীয় উদ্যোগের মাধ্যমেই এর স্থায়ী সমাধান সম্ভব। গতকাল রোহিঙ্গা সমস্যা সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে এক ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এসব কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলার যৌথ আয়োজনে রাজধানীর এফডিসিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে বিচারক ছিলেন সাংবাদিক মাঈনুল আলম, অধ্যাপক আবু মোহাম্মদ রইস ও সাংবাদিক আঙ্গুর নাহার মন্টি। হাসানুল হক ইনু আরও বলেন, মিয়ানমার তাদের অভ্যন্তরীণ সমস্যা আমাদের ওপর চাপিয়ে দিয়েছে। তারা রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর বর্বরোচিত নির্যাতন ও গণহত্যা চালিয়েছে। এর ফলে রোহিঙ্গারা মিয়ানমারের সীমা অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে। এটি আন্তর্জাতিক সমস্যা যা মানবিকভাবে বিবেচনা করা জরুরি। এ নিয়ে রাজনীতি করা থেকে বিরত থাকা উচিত। সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই। রোহিঙ্গা সমস্যা সমাধানে অর্থনৈতিক ও বাণিজ্য অবরোধসহ এই হত্যাযজ্ঞের জন্য আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের সেনাদের বিচারের জন্য কূটনৈতিক তৎপরতা আরও জোরালো করতে হবে। প্রতিযোগিতায় প্রাইম ইউনিভার্সিটিকে পরাজিত করে বিজিএমই ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী বিতার্কিকদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

সর্বশেষ খবর