বুধবার, ৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

আইনস্টাইনের মহাকর্ষ তরঙ্গ গবেষণায় নোবেল তিন বিজ্ঞানীর

প্রতিদিন ডেস্ক

আইনস্টাইনের মহাকর্ষ তরঙ্গ গবেষণায় নোবেল তিন বিজ্ঞানীর

রাইনার ভাইস, কিপ এস থর্ন ও ব্যারি বারিশ

আলবার্ট আইনস্টাইন আপেক্ষিকতাবাদ তত্ত্বের ধারণা দিয়েছিলেন ১০০ বছর আগে। সেই মহাকর্ষীয় তরঙ্গ বাস্তবে শনাক্ত করা সম্ভব হয়েছে। যারা সেই তরঙ্গকে এতদিন পর শনাক্ত করতে পেরেছিলেন অর্থাৎ সেই তিন বিজ্ঞানী পদার্থবিদ্যায় চলতি বছরের নোবেল পুরস্কার পেয়েছেন। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস গতকাল এই পুরস্কারের জন্য রাইনার ভাইস, কিপ এস থর্ন ও ব্যারি বারিশের নাম ঘোষণা করে। এই তিন গবেষক কাজ করেছেন ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি এবং লেজার ইন্টারফেরোমিটার গ্র্যাভিটেশনাল ওয়েব অবজারভেটরির (লাইগো-ভিরগো) হয়ে। লাইগো-ভিরগোর এক সংবাদ সম্মেলনে গত বছর ফেব্রুয়ারিতে ব্ল্যাক হোলে মহাকর্ষীয় তরঙ্গ (গ্র্যাভিটেশনাল ওয়েভ) শনাক্ত করার যুগান্তকারী ঘোষণা দেওয়া হয়। গল্পের ছলে বললে ঘটনাটি এরকম, ব্রহ্মাণ্ডের ‘পুকুর’-এ একটা ‘ঢিল’ পড়েছিল। আর সেই আলোর গতিতে ছুটলে ১৩০ কোটি বছর আগে। তারপর যেমন হয়, একটা তরঙ্গের জন্ম হয়েছিল। কিন্তু সেই তরঙ্গের কোনো কূল-কিনারা পাওয়া যাচ্ছিল না পৃথিবীতে। কোটি কোটি বছর আগেকার সেই তরঙ্গ শেষমেশ পৃথিবীর ‘ঘাট’-এ ভিড়েছিল বছরদুয়েক আগে। মূলত যাদের কৃতীত্বে সেই কোটি কোটি বছর আগেকার তরঙ্গ ধরা পড়ে?ছিল আমেরিকার লিভিংস্টোন আর হ্যানফোর্ডে বসানো দুটি ডিটেক্টরের চোখে, সেই তিন বিজ্ঞানীকেই এ বছর পদার্থবিজ্ঞানে দেওয়া হলো নোবেল পুরস্কার। জার্মান পদার্থবিদ আইনস্টাইন ১৯১৫ সালে ধারণা দিয়েছিলেন তার এই সাধারণ আপেক্ষিকতাবাদের মহাকর্ষীয় তরঙ্গ বা গ্র্যাভিটেশনাল ওয়েভ। এই মহাকর্ষীয় তরঙ্গের ধারণা স্থান-কালকে বাঁকিয়ে দেয়। এই তরঙ্গ শনাক্ত করা সম্ভব কিনা, সে বিষয়ে ১৯৭০-এর দশকেও বিজ্ঞানীরা নিশ্চিত ছিলেন না। কিন্তু শেষ পর্যন্ত সেই তরঙ্গের খোঁজ দেন ওই তিন বিজ্ঞানী। আর তাদের সঙ্গে এক বিশাল কর্মী বাহিনী। রীতি অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে তিন বিজ্ঞানীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কারের ৮০ লাখ সুইডিশ ক্রোনারের অর্ধেক পাবেন ভাইস। বাকিটা থর্ন ও বারিশ ভাগ করে নেবেন। মহাকর্ষীয় তরঙ্গের প্রথম আবিষ্কারের দুই বছরের মধ্যেই নোবেল পুরস্কার দিয়ে সম্মান জানানো হলো ভাইস, বারিশ ও থর্নকে। আজ রসায়ন, শুক্রবার শান্তি এবং আগামী ৯ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। আর সাহিত্য পুরস্কার কবে ঘোষণা করা হবে, সে তারিখ পরে জানানো হবে বলে নোবেল পুরস্কারের ওয়েবসাইটে জানানো হয়েছে।

সর্বশেষ খবর