বুধবার, ৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

দেশের মানুষ এখন মহাদুর্যোগে

নিজস্ব প্রতিবেদক

দেশের মানুষ এখন মহাদুর্যোগে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বাংলাদেশের মানুষ এখন মহাদুর্যোগে। দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই। মানুষের ব্যক্তি ও বাকস্বাধীনতা নেই। গুম, খুন, হত্যা ও অপহরণ চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। ভয়াল এক দুঃশাসনের কবলে গোটা জাতি। আর প্রধানমন্ত্রী ছুটছেন পুরস্কারের পেছনে। বন্দুকের নল তাক করে রাষ্ট্রের সব অঙ্গকে কর্তৃত্বে আনতে মরিয়া তিনি। আর রোহিঙ্গাদের দুর্দশা বিক্রি করে পুরস্কারপ্রাপ্তির আশায় উৎসবে ব্যস্ত রয়েছে সরকার। গতকাল বেলা ১১টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ মন্তব্য করেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, বিএনপি নেতা আবদুস সালাম আজাদ, হাবিবুল ইসলাম হাবিব, আজিজুল বারী হেলাল, মীর সরফত আলী সপু, আসাদুল করীম শাহিন, মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। রিজভী আহেমদ বলেন, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন কারণে বাংলাদেশ গভীর সংকটে নিপতিত। অথচ আওয়ামী লীগ নেতারা এখন প্রধানমন্ত্রীকে নোবেল পুরস্কার এনে দেওয়ার লবিংয়ে ব্যস্ত। মিয়ানমার বাহিনীর বর্বর নির্যাতনে বাংলাদেশে পালিয়ে এসেছে লাখ লাখ রোহিঙ্গা। সেখানে এখনো মানবিক বিপর্যয় কাটেনি। কিন্তু ভোটারবিহীন সরকারের প্রধানমন্ত্রী জনদুর্ভোগের দিকে না তাকিয়ে এখন ছুটছেন পুরস্কারপ্রাপ্তির দিকে। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের ‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’ গঠনের সিদ্ধান্তকে ‘আইওয়াশ’ বলে মন্তব্য করেন বিএনপির এই মুখপাত্র। তিনি বলেন, মিয়ানামার ও বাংলাদেশের মধ্যে বৈঠকটি আইওয়াশ ছাড়া কিছুই নয়। জাতিসংঘকে পাশ কাটিয়ে ‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’ গঠনের চুক্তিতে মিয়ানমার সম্মত হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী যে কথা গণমাধ্যমকে বলেছেন তা ভাঁওতাবাজি আর ছাড়া কিছুই না। মিয়ানমারের মন্ত্রী বাংলাদেশ সফরের সময়ও সেখানে রোহিঙ্গাদের ওপর হত্যা, নির্যাতন অব্যাহত রয়েছে। রোহিঙ্গাদের দুর্দশা বৃদ্ধি করে বরং পুরস্কারপ্রাপ্তির আশায় মরিয়া সরকার। দ্রব্যমূল্য বৃদ্ধির সমালোচনা করে রিজভী আহমেদ বলেন, দেশে চালের মূল্য আকাশচুম্বী। মন্ত্রীদের বাগাড়ম্বর বক্তব্যের পরও চালের মূল্য কমেনি। শুধু চাল নয়, পিয়াজ, আদা, রসুন, কাঁচা তরিতরকারিসহ নিত্যপণ্যের দাম এখন আকাশচুম্বী। ৬০ টাকার নিচে কোনো তরিতরকারি কেনা যাচ্ছে না। চাল-ডাল-লবণ-তেলসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে দুর্বিষহ হয়ে উঠেছে মানুষের জীবন।

সর্বশেষ খবর