শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

জিয়া ট্রাস্ট মামলার শুনানিকালে খালেদার আইনজীবীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জিয়া ট্রাস্ট মামলার শুনানিকালে খালেদার  আইনজীবীর মৃত্যু

টি এম আকবর

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী টি এম আকবর শুনানি চলাকালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৬ বছর। গতকাল বেলা ১২টার দিকে পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসায় বিশেষ জজ ৫ নম্বর আদালতে শুনানির সময় স্ট্রোক (মস্তিষ্কে রক্তক্ষরণ) হলে প্রবীণ এই আইনজীবী মারা যান। প্রয়াত টি এম আকবর বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আইনজীবী ছিলেন। গতকাল চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানি হয়। খালেদা জিয়ার আরেক আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, শুনানি চলাকালে আইনজীবী টি এম আকবর স্ট্রোকে আক্রান্ত হন এবং বারডেম হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। জানা গেছে, মামলার আসামি ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানের পক্ষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক নূর আহমেদের জেরা শুরু করেন আইনজীবী টি এম আকবর। জেরার একপর্যায়ে তিনি অসুস্থতা বোধ করে মেঝেতে পড়ে যান।

 দ্রুত সেখান থেকে বারডেম হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনজীবী আকবরের অসুস্থ হওয়ার পর বিচারক ড. মো. আকতারুজ্জামান এজলাস থেকে নেমে যান। মৃত্যুর খবর আসার পর আগামী ১২ অক্টোবর পর্যন্ত আদালত মুলতবি করা হয়। এর আগে বিএনপি চেয়ারপারসন চিকিৎসার জন্য বিদেশে থাকায় তার পক্ষে সময়ের আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করেন।

ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট টি এম আকবরের আকস্মিক মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

সর্বশেষ খবর