শিরোনাম
শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ব্যাটসম্যানদের আরেক পরীক্ষা

ক্রীড়া প্রতিবেদক

আজ শুরু হচ্ছে ব্লুমফন্টেইন টেস্ট। ব্যাটসম্যানদের আরেক পরীক্ষা। ২০০৮ সালে এই ব্লুমফন্টেইনে বাংলাদেশ দুই ইনিংসে একবারও ২০০ রান করতে পারেনি। প্রথম ইনিংসে ১৫৩ এবং দ্বিতীয় ইনিংসে এসেছিল ১৫৯ রান। এমনকি বাংলাদেশের কোনো ব্যাটসম্যান হাফ সেঞ্চুরিও করতে পারেননি। সেই পরীক্ষাগারে আজ বাংলাদেশ খেলতে নামছে দলের সেরা দুই ব্যাটসম্যানকে ছাড়াই। সাকিব আল হাসান তো আগে থেকেই বিশ্রামে, ইনজুরির কারণে খেলতে পারছেন না ড্যাসিং ওপেনার তামিম ইকবালও। তারপরেও ভালো কিছু করার কথা বলছেন অধিনায়ক মুশফিকুর রহিম। পচেফস্ট্রুম টেস্টে বিশাল ব্যবধানে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। সিরিজে সমতা আনতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই। কিন্তু ড্র করার কথাও ভাবতে পারছেন না মুশফিকরা। লড়াইটা যাতে জমিয়ে তোলা যায়, সে কথাই চিন্তা করছেন টাইগার দলপতি। পচেফস্ট্রুমে উপমহাদেশের মতো উইকেট বানিয়ে বাংলাদেশকে বিভ্রান্ত করেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু ব্লুমফন্টেইনে সবুজ ঘাসের উইকেট। পেসারদের আদর্শ জায়গা। এই উইকেটে বাংলাদেশের ব্যাটসম্যানরা কতটা ভালো করতে পারে সেটা দেখার বিষয়। তবে ব্লুমফন্টেইনের উইকেট দেখে ভীতি নন মুশফিক। টাইগার দলপতি বলেন, ‘এখানকার উইকেট দেখে আমি মোটেও শঙ্কিত নই।’

কিন্তু নিজেদের স্বাভাবিক খেলাটা প্রদর্শন করতে পারব কিনা তা নিয়েই ভাবছি। আমাদের উচিত হবে, প্রতিটি বলেই নিজের সেরাটা দিয়ে চেষ্টা করা।’

সর্বশেষ খবর