নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ বিধিমালার গেজেট নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা। গতকাল আপিল বিভাগে শুনানিতে তিনি এ ইচ্ছা প্রকাশ করেন। বিচারপতি ওয়াহ্হাব মিঞা বলেন, বিধিমালা হওয়া দরকার। আমরা বসতে চাই। এর আগে ৩০ জুলাই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাও এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেন। পরে আইনমন্ত্রী এ বিষয়ে আগ্রহের কথা জানান। ২০ আগস্ট প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ গেজেট প্রকাশের জন্য ৮ অক্টোবর পর্যন্ত সময় দেয়। এরপর গতকাল অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আবারও চার সপ্তাহের সময় চেয়ে আবেদন করেন। এরপর দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলকে বলেন, আমরা সময় দেব। তবে বিধিমালা হওয়া দরকার। বসাও দরকার। কোথায় আপত্তি আছে বলুন। ৫ নভেম্বর পর্যন্ত সময় দিচ্ছি। আমরা বসতে চাই।
রাষ্ট্রপতির ক্ষমতা অক্ষুুণ্ন রেখে শৃঙ্খলাবিধি-অ্যাটর্নি জেনারেল : এদিকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি হবে, তবে সংবিধানের আলোকে রাষ্ট্রপতির ক্ষমতা অক্ষুুণ্ন্ন রেখে এই শৃঙ্খলাবিধি তৈরির ব্যাপারে সরকার যা যা দরকার সবই করবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ বিষয়ে আপিল বিভাগে শুনানির পর নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, আমরা সরকারের পক্ষে চার সপ্তাহের সময় চেয়েছি। আদালত বলেছে, তারা অতি শিগগিরই এর সুরাহা চায়। আমিও বলেছি, সরকারও এ ব্যপারে আন্তরিক। সংবিধানের আলোকে রাষ্ট্রপতির ক্ষমতা অক্ষুুণ্ন রেখে এই শৃঙ্খলাবিধি তৈরির ব্যাপারে সরকার যা যা দরকার সবই করবে।