দ্বিতীয়দিনই পরিষ্কার হয়েছিল ব্লুমফন্টেইন টেস্টের ভাগ্য। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার পর্বতসমান স্কোরের নিচে চাপা পড়ে ফলোঅনে বাংলাদেশ। ইনিংস হার এড়ানো যখন লক্ষ্য, তখন লিটন দাস দ্বিতীয় ইনিংসে ৬০০ রান করার ইঙ্গিত দেন। আগের দিন কল্পনার জগতে বসে যে স্বপ্নের কথা বলেছিলেন লিটন, গতকাল সেই স্বপ্ন থেমে যায় মাত্র ১৭২ রানে। ফল, ইনিংস ও ২৫৪ রানে হার। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২ টেস্টের ১০টিতে হার এবং ইনিংস হার আটটিতে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবচেয়ে বড় ব্যবধানে হারল ব্লুমফন্টেইনে। টেস্ট সিরিজ শেষ। ১৫ অক্টোবর শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজে অংশ নিতে মাশরাফি, সাকিবরা এখন দক্ষিণ আফ্রিকায়। টস জিতে পচেফস্ট্রুমে ফিল্ডিং নিয়ে সমালোচিত হয়েছিলেন মুশফিক। ব্লুমফন্টেইনেও একই ভুল করেন। তার খেসারত গুনেন চার সেঞ্চুরিতে স্বাগতিকরা যখন ৪ উইকেটে ৫৭৩ রান লিখে নেয় স্কোর বোর্ডে। পর্বতসমান স্কোরের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে কাগিসো রাবাদার বিধ্বংসী বোলিংয়ে লণ্ডভণ্ড হয়ে ১৪৭ রানে গুটিয়ে যায়। ফলোঅনে পড়ে বিনা উইকেটে ৭ রান তুলে দ্বিতীয় দিন পার করে টাইগাররা। গতকাল আরও ৪১ ওভার ব্যাটিং করে স্কোর কার্ডে যোগ করে ১৬৫ রান। মোট ১৭২ রানে গুটিয়ে যায় মুশফিক বাহিনী। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ। অধিনায়ক মুশফিক ২৬, প্রথম ইনিংসে ৭০ রান হাঁকানো লিটনের ব্যাট থেকে বেরোয় ১৮ রান এবং ইমরুল খেলেন ৩২ রানের ইনিংস। প্রথম ইনিংসে ৩৩ রানে ৫ উইকেট নেওয়া রাবাদা দ্বিতীয় ইনিংসে ছিলেন আরও খুনে মেজাজের। ৩০ রানের খরচে নেন ৫ উইকেট। ৬৩ রানের খরচে ১০ উইকেট নেওয়া রাবাদা হন ম্যাচসেরা। ডেল স্টেইন, ফিল্যান্ডারদের অনুপস্থিতিতে প্রোটিয়াদের মূল স্ট্রাইক বোলার রাবাদা মাত্র ২২ টেস্ট ক্যারিয়ারে শত উইকেট নেওয়ার খাতায় নাম লেখান। ২২ টেস্টে তার উইকেট সংখ্যা ১০২টি।