বুধবার, ১১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ঢাকা চায় দিল্লি ও অন্য বন্ধুদের কার্যকর ভূমিকা

কূটনৈতিক প্রতিবেদক

ঢাকা চায় দিল্লি ও অন্য বন্ধুদের কার্যকর ভূমিকা

গওহর রিজভী

রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রে আঞ্চলিক শান্তি রক্ষার স্বার্থে বাংলাদেশ ভারতসহ তার অন্য বন্ধুদের কার্যকর ভূমিকায় দেখতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। গতকাল ঢাকায় বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট ও ভারতীয় প্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনায় সভায় তিনি এ মন্তব্য করেন। গওহর রিজভী বলেন, আমরা প্রত্যেক দেশের সীমাবদ্ধতার কথা বুঝি। কিন্তু রোহিঙ্গা সংকটের সমাধানে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা বাংলাদেশকে সমর্থন দেওয়ার বিষয় নয়। বরং মিয়ানমারে যে গণহত্যা চলছে তার বিরুদ্ধে দাঁড়ানো প্রয়োজন। আমরা চাই ভারতসহ আমাদের বন্ধুরা এক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে। ‘বাংলাদেশ-ভারত সিকিউরিটি ডায়লগ : রাউন্ড-৮’ শীর্ষক আলোচনায় পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারসহ পুরো অঞ্চলই নিরাপত্তা হুমকিতে পড়েছে। এ কারণে এ ইস্যুতে বিশেষ ভূ-রাজনৈতিক দৃষ্টি দেওয়া অপরিহার্য। যদি আমরা এই ইস্যুতে একসঙ্গে কাজ না করতে পারি তাহলে গত কয়েক বছরে এ অঞ্চলের নিরাপত্তার স্বার্থে আমরা যৌথভাবে যেসব কাজ করেছি তা ব্যর্থ হয়ে যাবে। তাই এটাকে নিরাপত্তার হুমকি হিসেবে চিহ্নিত করে একসঙ্গে কার্যকর ব্যবস্থা নেওয়াটা জরুরি। রিজভী বলেন, ভারত আমাদের এখানে সবচেয়ে বেশি ত্রাণ সহায়তা পাঠিয়েছে। এ জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, গত কয়েক বছরে বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায় গেলেও পানিসম্পদসহ কয়েকটি ইস্যুতে এখনো গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি সাবেক রাষ্ট্রদূত ফারুক সোবহান বলেন, বাংলাদেশ এখন বিশাল সংখ্যক রোহিঙ্গা নিয়ে অন্যরকম এক চাপ অনুভব করছে। এটা অবশ্যই বাংলাদেশ-ভারতের জন্য নিরাপত্তা হুমকি। সত্যিকার দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য একে অন্যের অর্থনৈতিক, নিরাপত্তা ও রাজনৈতিক ক্ষেত্রে সহযোগিতা জরুরি।

 

সর্বশেষ খবর