রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

বিচার কাজে তার বসা সুদূরপরাহত

----- অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক

প্রধান বিচারপতির বিরুদ্ধে যখনই কোনো অভিযোগ ওঠে বা প্রমাণিত হয় তখনই তার শপথ ভঙ্গ হয়ে যায় বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ছুটিতে যাওয়া প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ‘ফিরে এসে স্বপদে বসা সুদূর পরাহত’ মন্তব্য করে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ল’ এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর কাছে আছে। যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো যদি প্রমাণিত না হতো তাহলে প্রধান বিচারপতির বিরুদ্ধে কথা বলা সম্ভব হতো না। গতকাল সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী যখনই প্রধান বিচারপতি তার দায়িত্ব পালন করতে পারছেন না, তখন জ্যেষ্ঠতম বিচারপতি দায়িত্ব পালন করবেন। আবদুল ওয়াহ্হাব মিঞা তো সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করছেন।’ তিনি আরও বলেন, ‘সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞাকে ভারপ্রাপ্ত নিয়োগ দিয়েছেন। তিনি সুপ্রিম  কোর্টের সব দায়িত্ব পালন করবেন।’ এস কে সিনহার ফিরে এসে দায়িত্ব পালন প্রসঙ্গে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, ‘ওনার আবার ফিরে এসে বসা সুদূর পরাহত।’ শুক্রবার বিদেশে যাওয়ার আগে সুরেন্দ্র কুমার সিনহার দেওয়া বিবৃতিতে প্রধান বিচারপতির প্রশাসনে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি কিংবা সরকারের হস্তক্ষেপ করার কোনো রেওয়াজ নেই, তিনি শুধু রুটিনমাফিক দৈনন্দিন কাজ করবেন বলে উল্লেখ করা হয়। এ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এটা তো কোনো যুক্তির কথা হলো না।’ আরেক প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন, ‘এখন যদি অন্য বিচারপতিরা প্রধান বিচারপতির সঙ্গে না বসতে চান, তাহলে অচলাবস্থার সৃষ্টি হবে।’ সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘আমরা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কনসেপ্ট মেনে নিইনি।’

সর্বশেষ খবর