রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

বুধবার দেশে ফিরছেন খালেদা

আত্মসমর্পণ করবেন আদালতে

নিজস্ব প্রতিবেদক

তিন মাস লন্ডন সফর শেষে আগামী বুধবার বিকালে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার দেশে ফেরার কথা। এরপর বৃহস্পতিবার তিনি সশরীরে আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে পারেন। তার বিরুদ্ধে চার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বেগম জিয়ার ফেরা নিয়ে গতকাল দুই দফা বৈঠক করেছে বিএনপি নেতারা। বৈঠকে সিদ্ধান্ত হয়, বিএনপি প্রধান দেশে ফেরার সময় বিমানবন্দরে ব্যাপক শোডাউন করা হবে। এ জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। এ প্রসঙ্গে গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, উনি (বেগম জিয়া) খুব শিগগিরই দেশে আসছেন। আমি আশা করি, এই সপ্তাহেই উনি দেশে ফিরছেন।’ বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন বাংলাদেশ প্রতিদিনকে জানান, ‘দেশে ফিরেই সশরীরে আদালতে হাজিরা দেবেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।’ গত ১৫ জুলাই চোখ ও পায়ের চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন যুক্তরাজ্য যান। ৮ আগস্ট লন্ডনের মুরফিল্ড হাসপাতালে তার ডান চোখের সফল অস্ত্রোপচার হয়। লন্ডনে খালেদা জিয়া তার বড় ছেলে তারেক রহমানের বাসায় উঠেছেন। সেখানে তারেক রহমান ছাড়াও তার স্ত্রী ডা. জোবায়দা রহমান, মেয়ে জায়মা রহমান, প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমানের স্ত্রী শার্মিলা রহমানসহ তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান রয়েছেন। এর আগে ২০১৫ সালে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। জানা যায়, বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে গত এক সপ্তাহে চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। প্রথম গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ আসে সোমবার কুমিল্লার একটি আদালত থেকে। বাসে অগ্নিসংযোগের ফলে আটজন নিহত হওয়ার ঘটনায় ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে দায়ের করা একটি মামলায় এই গ্রেফতারি পরোয়ানা। পরে বৃহস্পতিবার ঢাকার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালত-৫ থেকে জিয়া চ্যারিট্যাবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পৃথক দুটি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। একই দিনে জাতীয় পতাকা ও মানচিত্র অবমাননার মামলার শুনানিতে উপস্থিত না থাকায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুর নবী খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। প্রতিটি গ্রেফতারি পরোয়ানা প্রদানে আদালতে সশরীরে উপস্থিত হয়ে খালেদা জিয়াকে জামিন চাইতে হবে।

সর্বশেষ খবর