রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডে আজ

ক্রীড়া প্রতিবেদক

কিম্বার্লির ডায়মন্ড ওভাল মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আজ প্রথম ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। খেলা শুরু হবে বেলা ২টায়। সব শেষ সিরিজে ঘরের মাঠে ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে হারিয়েছিল টাইগাররা। সেই হারের প্রতিশোধ নিতেই আজ মাঠে নামছে প্রোটিয়ারা! দক্ষিণ আফ্রিকার মাটিতে উপমহাদেশের দলগুলোর ভালো করার তেমন রেকর্ড নেই। তাছাড়া বাংলাদেশ টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার পর খেলতে নামছে। তাই ওয়ানডে সিরিজে ফল নিয়ে কোনো চিন্তা করতে চান না দলের সেরা তারকা সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার চান ম্যাচে যেন বাংলাদেশ সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারে। বাংলাদেশ দল সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে যে কোনো দলকেই হারানোর সামর্থ্য রাখে। টেস্ট দলে সাকিব ছিলেন না। দল বিশ্বসেরা অলরাউন্ডারের অভাব খুব ভালোভাবেই অনুভব করেছে। তাই টেস্ট সিরিজে বাজে পারফরম্যান্স করার পরও সাকিব ফেরায় বাংলাদেশ দলে যেন প্রাণ ফিরেছে! সেই সঙ্গে মাশরাফির ক্যারিশম্যাটিক নেতৃত্ব তো আছেই। তাই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় দিয়ে ঘুরে দাঁড়াতে পারে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশ তিনটি ওয়ানডে খেলবে। পরের দুটি ১৮ ও ২২ অক্টোবর।

সর্বশেষ খবর