শিরোনাম
সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
শামীম ওসমানের সমাবেশ

ডিএনডি মেগা প্রকল্প নিয়ে মন্ত্রীর শপথ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিএনডি মেগা প্রকল্প নিয়ে মন্ত্রীর শপথ

শামীম ওসমান

পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য এগিয়ে এলেন মাইক্রোফোনের সামনে। এ সময় থামিয়ে দিলেন শামীম ওসমান, বললেন আমার মাথায় হাত রেখে শপথ করেন ডিএনডির পুরো কাজ শেষ করবেন। যদি না করেন, তাহলে আমার মরা মুখ দেখবেন। তখন মন্ত্রী শপথ নেন। গতকাল বিকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী নাভানা ভূইয়া সিটি মাঠে অনুষ্ঠিত ডিএনডির মেগা প্রকল্পের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী উপস্থিত লাখো জনতার উদ্দেশে বলেন, এভাবেই শামীম ওসমান যন্ত্রণা দেন। কখনো বলেছেন কাজ না হলে ভারত চলে যাব। আমাকে মেরে ফেলেন।

তিনি আরও বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধিরগঞ্জবাসী সেনাবাহিনীর আনাগোনা দেখতে পাবেন। আপনাদের আশ্বাস দিচ্ছি এ প্রজেক্ট বাস্তবায়নে যত টাকা যখন লাগবে দেওয়া হবে। তিনি বলেন, ডিএনডি উন্নয়ন প্রকল্পের কাজ সেনাবাহিনীকে দেওয়া হয়েছে যাতে কাজের গুণগত মান ভালো হয়। আগামী ২০২০ সালের মধ্যে এ প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও মন্ত্রী ২০১৯ সালের মধ্যেই প্রকল্পের বেশির ভাগ কাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু বলেন, সংসদে ৩৫০ এমপির মধ্যে তুখোড় বক্তা হিসেবে শামীম ওসমান ৮/১০ জনের মধ্যে একজন। কোনো কাজ আনার জন্য যেভাবে উপস্থাপন প্রয়োজন সেটা সব চেয়ে ভালো জানেন তিনি। বক্তব্যে শামীম ওসমান বলেন, কাজ আনার জন্য মাইর খাইতে, পা ধরতে ও পা ভাঙতেও রাজি আছি। কিন্তু কাজ করতেই হবে। তিনি মন্ত্রীদের সবার সামনে শপথ করান এ কাজ সময়মতো শেষ করতে হবে। এ সময় নাসিকের ১৩ জন কাউন্সিলরকে মঞ্চের সামনে দাঁড় করিয়ে ড্রেনেজ ব্যবস্থার জন্য সহায়তা করবেন বলে আশ্বাস দেওয়ান তিনি। মতবিনিময় সভায় ও সমাবেশে পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন আবু হোসেন বাবলা এমপি, অ্যাডভোকেট সানজিদা খাতুন এমপি, অ্যাডভোকেট হোসনে আরা বাবলী এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, আবদুল হাই, আবদুল মতিন মাস্টার, নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি খালেদ হায়দার খান কাজলসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ।

সর্বশেষ খবর