মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

৫ জানুয়ারির নির্বাচন চায় না জাতি

নিজস্ব প্রতিবেদক

৫ জানুয়ারির নির্বাচন চায় না জাতি

৫ জানুয়ারির মতো যেনতেন নির্বাচন দেশবাসী চায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই। তিনি বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করা নির্বাচন কমিশনের দায়িত্ব। সে দায়িত্ব পালনে ব্যর্থ হলে জাতিকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। একটি গ্রহণযোগ্য নির্বাচন দেশবাসীর প্রত্যাশা। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে পীর চরমোনাই আরও বলেন, গতানুগতিক রাজনীতির করাল গ্রাস থেকে ফিরে আসতে ইসলামী আন্দোলন রাজনীতিতে গুণগত ও আদর্শিক পরিবর্তনের জন্য কাজ করছে। তিনি বলেন, শোষিত-বঞ্চিত জাতিকে বাঁচাতে হলে দেশে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। সন্ত্রাস-দুর্নীতি দেশে মহামারী আকার ধারণ করেছে। দেশে সুষ্ঠু ধারার রাজনৈতিক পরিবেশ না থাকায় অন্যায় জুলুম বেড়েই চলছে। এ অবস্থা থেকে বাঁচতে হলে সবাইকে সুষ্ঠু ধারার রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন, নির্বাচন কমিশন অতীতের পথ অনুসরণ না করে নিরপেক্ষতার স্বাক্ষর রাখবে এটা সবার প্রত্যাশা।

সর্বশেষ খবর