শিরোনাম
মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
নির্বাচনে জোটের চ্যালেঞ্জ ভোটে

দ্বিমুখী প্রস্তুতিতে জাতীয় পার্টি

শফিকুল ইসলাম সোহাগ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুই রকম প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। প্রথমত, আওয়ামী লীগের সঙ্গে আবারও জোট করে নির্বাচন করলে দলটির কাছে ১০০ আসন চাইবেন দলীয় নেতারা। এখান থেকে জাতীয় পার্টির নেতৃত্বাধীন শরিক দলগুলোকে চারটি আসন দেওয়া হবে। দ্বিতীয়ত, বিএনপি নির্বাচনে অংশ না নিলে জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে ৩০০ আসনেই প্রার্থী দেবে। জাতীয় পার্টির শীর্ষ স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে এ খবর জানা গেছে। বর্তমানে জাতীয় পার্টি ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়ে দল গোছাচ্ছে। নির্বাচনের সময় ঘনিয়ে এলে তখন তারা মহাজোটে থেকে, নাকি এককভাবে নির্বাচন করবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। জানতে চাইলে পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা, ভালো ভাবমূর্তি ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে। মনোনয়ন পেতে হলে এসব পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তিনি বলেন, আমাদের একটাই লক্ষ্য— তা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভালো ফলাফল অর্জনের মাধ্যমে জাতীয় পার্টিকে ক্ষমতায় নেওয়া। আগামী তিন মাসের মধ্যে সম্ভাব্য প্রার্থীর একটি খসড়া তালিকা তৈরি করা হবে। জাতীয় পার্টির নেতারা মনে করেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে প্রধান দুটি জোট যত শক্তিশালীই হোক, হাড্ডাহাড্ডি লড়াই হবে। সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার লক্ষ্যে জাতীয় পার্টিকে নিয়ে দুই জোটের টানাটানি হতে পারে। এক্ষেত্রে জাতীয় পার্টির যে কোনো আবদার পূরণে বড় দুই দল পিছপা হবে না। দলটি সে সুযোগই খুঁজছে। সবকিছু ঠিক থাকলে আগামী নির্বাচনে জাতীয় পার্টি যে একটি বড় ফ্যাক্টর হবে, তা বুঝে এখন থেকেই দলটির সঙ্গে সখ্য গড়ে তুলছে অন্যান্য রাজনৈতিক দল। এ বিষয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস সেক্রেটারি সুনীল শুভ রায় জানান, সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় অবস্থান করছেন। নির্বাচনের জন্য প্রাথমিক রোডম্যাপ নিয়ে তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর