শিরোনাম
মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

শাহজালালে সোহেল তাজের স্যুটকেস ভেঙে তল্লাশি

নিজস্ব প্রতিবেদক


শাহজালালে সোহেল তাজের স্যুটকেস ভেঙে তল্লাশি

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অনুমতি ছাড়াই তালা ভেঙে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজীম আহমেদ সোহেল তাজের স্যুটকেস তল্লাশির অভিযোগ উঠেছে। সোমবার এক ফেসবুক পোস্টে ওই ঘটনার কথা জানিয়ে তার সঙ্গে স্যুটকেসের একটি ছবিও দিয়েছেন তিনি। সোহেল তাজ গত রবিবার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রে যান। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ ফেসবুকে লিখেছেন, গত ২২ অক্টোবর দেশ থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর তিনি স্যুটকেস খোলা অবস্থায় পান। ওই স্যুটকেসের সঙ্গে ট্যাগে তার নাম স্পষ্ট করে লেখা ছিল। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন ‘কেউ একজন ঢাকা বিমানবন্দরে আমার স্যুটকেসের তালা ভেঙে আমার অনুমতি ছাড়াই ভিতরে খোঁজাখুঁজি করেছে। স্যুটকেসে আমার বাবাকে নিয়ে লেখা কিছু বই ছিল। আমি গত ২২ অক্টোবর বাংলাদেশ থেকে আসার সময় আমার স্যুটকেস খোলা অবস্থায় দেখেছি। স্যুটকেসের ট্যাগে আমার নাম স্পষ্টভাবে লেখা ছিল।’ এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. সাইদুল ইসলাম বলেন, কাউকে তল্লাশি করার অর্থ হলো তার উপস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার ব্যাগেজ বা শরীরে সন্দেহজনক কিছু আছে কিনা সেটা দেখবে। যাত্রী যখন তার ব্যাগেজ এয়ারলাইনসকে বুঝিয়ে দেয়, সেই এয়ারলাইনস তাকে একটি ট্যাগ দেবে। এক্ষেত্রে মালামাল খোয়া গেলে বা কোনো ক্ষতি হলে তার দায় এয়ারলাইনসকেই নিতে হবে। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু করার থাকে না। কাতার এয়ারওয়েজের কাস্টমার সার্ভিস অফিসার বলেন, আমরা এরই মধ্যে বিষয়টা জানতে পেরেছি। অনেকেই আমাদের ফোন করে এ নিয়ে বিস্তারিত জানতে চাইছেন। ‘উনি একজন সম্মানিত মানুষ। কেন তার ব্যাগেজ নিয়ে এমন হলো— তা তদন্ত করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

সর্বশেষ খবর