শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

সন্তান পেটে রেখে সেলাই সেই খাদিজা কিছুটা সুস্থ

নিজস্ব প্রতিবেদক

অস্ত্রোপচারে যমজ সন্তানের একটিকে পেটে রেখেই খাদিজার পেট সেলাই করা হয়েছিল। গত বুধবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আরেক দফা অস্ত্রোপচার করে পেটের মৃত সেই সন্তানটিকে বের করেন চিকিৎসকরা। দ্বিতীয় দফা অস্ত্রোপচারের পর খাদিজা কিছুটা সুস্থবোধ করছেন বলে গতকাল এ প্রতিবেদককে জানান তার মা আমিনা বেগম। ঢামেক হাসপাতালের গাইনি বিভাগের ২১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন খাদিজা।

এদিকে এ ঘটনায় কুমিল্লার গৌরীপুরে লাইফ হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করা হয়েছে। একই সঙ্গে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদন আগামীকাল রবিবার জমা দেওয়ার কথা। অভিযোগ পাওয়া গেছে, লাইফ হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার দাউদকান্দির মালিগাঁও ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সহকারী সার্জন ডা. শেখ হোসনে আরা খাদিজার সিজার করেন। খাদিজার গর্ভে যমজ বাচ্চার একটিকে পেটে রেখে টিউমার বলে সেলাই সমাপ্ত করে তাকে বাড়িতে পাঠিয়ে দেন। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. মো. জালাল হোসেন জানিয়েছেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর