রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

রাজনৈতিক ফায়দা নিতে নেমেছেন খালেদা

ওবায়দুল কাদের

মৌলভীবাজার প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি বিগত সাড়ে আট বছরে সাড়ে আট মিনিটও রাস্তায় বের হতে পারেননি। এখন রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দেওয়ার নাম করে রাজনৈতিক ফায়দা নিতে নেমেছেন খালেদা জিয়া। রোহিঙ্গাদের জন্য যদি দরদ থাকত তাহলে এত গাড়ি কক্সবাজার যাওয়া-আসায় যে তেল খরচ হবে সেই টাকাটা রোহিঙ্গাদের জন্য সাহায্য দিতেন। গতকাল দুপুরে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি চক্রান্তের জাল ছড়িয়ে যাচ্ছে। বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে পানি ঘোলা করে আন্দোলনের নামে ক্ষমতায় আসতে চেষ্টা করছে। বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশের উন্নয়ন আজ বিশ্বের বিস্ময়, এ উন্নয়ন-অর্জনকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে আবারও বিজয়ী করতে হবে।’ জেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ আবদুস শহীদ এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেছার আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও মিছবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান ও অধ্যাপক মো. রফিকুর রহমান, জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন আহমদ, সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, আবদুল মতিন, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। কমিটি ঘোষণা : বিকালে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নতুন কমিটির (আংশিক) নাম ঘোষণা করেন। কমিটির সভাপতি নেছার আহমদ. সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার, ভূপতি রঞ্জন, আজমল হোসেন, শাহাবউদ্দিন আহমদ এমপি, মাসুদ আহমদ, সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, সহ-সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সৈয়দ নওশের আলী খোকন, কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক রাধাপদ দেব সজল।

খালেদার গাড়িবহরে হামলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল। এ হামলার সঙ্গে আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী জড়িত নয়। বিএনপি নেত্রীর সফর নিয়ে ফেনীতে গত তিন দিন ধরে দলীয় কোন্দল শুরু হয়। এ নিয়ে ১০ দফা হামলা-পাল্টা হামলার ঘটনাও ঘটে বলে আমরা জেনেছি। গতকাল খালেদা জিয়ার গাড়িবহরে হামলার পর দলের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এসব কথা বলেন।  চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলনের ইস্যু খুঁজছিল। কিন্তু তারা কোনোভাবেই ইস্যু খুঁজে পাচ্ছিল না। রোহিঙ্গাদের ত্রাণ বিতরণের জন্য নয়, ইস্যু খুঁজতে তারা কক্সবাজার যাচ্ছেন। তিনি বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা করেননি। আওয়ামী লীগ সব সময়ই গণমাধ্যম বান্ধব। সরকার কিংবা বিরোধী দলে থাকা অবস্থায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ সুসম্পর্ক বজায় রেখে চলেছে। সাংবাদিকদের ওপর হামলার সঙ্গে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা জড়িত। তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার সফর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে খালেদা জিয়ার জন্য ফেনী সার্কিট হাউস বরাদ্দ করা হয়েছে। তিনি সেখানে ভালোভাবে পৌঁছেছেন। আমাদের দলের নেত্রী যখন বিরোধীদলীয় নেত্রী ছিল তখন সার্কিট হাউসে উঠতে দেওয়া হয়নি। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। বিশেষ উদ্দেশ্য নিয়ে উনি কক্সবাজার যাচ্ছেন : নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম থেকে জানান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সড়ক পথে কক্সবাজার যাওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিশেষ উদ্দেশ্য নিয়ে উনি সড়ক পথে কক্সবাজার যাচ্ছেন। বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে তিনি রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছেন। গতকাল দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘খালেদা জিয়ার ষড়যন্ত্রের’ প্রতিবাদে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সর্বশেষ খবর