সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

নিজেরা মারামারি করে দোষ চাপাচ্ছে : কাদের

নিজস্ব প্রতিবেদক

নিজেরা মারামারি করে দোষ চাপাচ্ছে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বিমানে না গিয়ে সড়ক পথে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ দিতে গেলেন। আর নিজেরা নিজেরা মারামারি করে সরকারের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। এটি পরিকল্পিতভাবে করা হয়েছে, তা দেশবাসী জানেন। যখন দেখছেন জনতার ঢল নামছে না তখন তারা ফেনীতে এ ঘটনা ঘটিয়েছে। এই হামলা ঘটিয়ে একটি বড় সংবাদ কাভারেজ পাওয়াই ছিল তাদের মূল উদ্দেশ্য। এত হামলা হলো কিন্তু তাদের কোনো নেতাই তো আহত হলেন না। আর সাংবাদিকদের গাড়িতে হামলা করার উদ্দেশ্যই ছিল কাভারেজ পাওয়া। গতকাল সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার গাড়ি অক্ষত আছে, তাহলে হামলাটা হলো কোথায়? সংবাদপত্রে দেখলাম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা। কিন্তু তিনি ও তার গাড়ি অক্ষত আছে। সেতুমন্ত্রী বলেন, খালেদা জিয়ার যাত্রাপথে বাধা দিলে ক্ষতি আমাদের আর লাভ হবে বিএনপির। আমরা কেন নিজেদের দলের সেই ক্ষতি করতে যাব। আমরা শান্তিতে দেশ চালাচ্ছি, কেন আমরা অশান্তি ডেকে আনব? তিনি বলেন, খালেদা জিয়া সড়ক পথে চট্টগ্রামে যাবেন এই সংবাদ ছড়িয়ে পড়ার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। তিনি গেছেন সড়ক পথে, আসবেনও সড়ক পথে। এই চারদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট থাকবে। এটা তিনি বিবেচনা করেননি। এদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ হামলায় ছাত্রলীগ ও যুবলীগ জড়িত বলে অভিযোগ করেছেন। এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আমি খবর নিয়েছি পরিকল্পিতভাবে ছাত্রদল ও যুবদল এ হামলা করেছে। তিনি বলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যদি উখিয়া যেতেন তাহলে তিনি বিমানে যেতে পারতেন। তিনি সড়ক পথে কেন গেলেন? এর আগে দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরও গেছেন। কিন্তু তখন তো কোনো সমস্যা হয়নি? লন্ডন থেকে ফেরার পর ব্যারিস্টার মওদুদ আহমেদ জানিয়েছিলেন, খালেদা জিয়া চিকিৎসা অসমাপ্ত রেখেই দেশে চলে এসেছেন। সেই অসুস্থ নেত্রী এই দীর্ঘ পথ সড়কে কেন পাড়ি দিতে গেলেন? এর মাধ্যমে পরিষ্কার বোঝা যায় ওনার উখিয়া যাওয়ার উপলক্ষ মানবিক কিন্তু উদ্দেশ রাজনৈতিক। গত সাড়ে আট বছরে সাড়ে আট মিনিটিও আন্দোলন করতে পারেনি বিএনপি। কিন্তু তিনি মনে করেছিলেন সড়ক পথে গেলে তাকে দেখতে লাখ লাখ মানুষের ঢল নামবে। ১৫০টি গাড়ির বহর নিয়ে তিনি গেলেন কিন্তু সাড়ে পাঁচ হাজার মানুষও জড়ো হয়নি। তিনি বলেন, ফেনী পর্যন্ত পাঁচ হাজার লোকও জড়ো হয়নি। ফেনী পর্যন্ত কোনো সমস্যা হয়নি। ফেনীতে প্রবেশের আগে হঠাৎ করে একদল মোটরসাইকেল আরোহী ইট-পাটকেল ছুড়ে ভাঙচুর করেছে। মিডিয়ার গাড়িতে আক্রমণ করেছে। আমার প্রশ্ন আওয়ামী লীগের কর্মীরা কেন গণমাধ্যমের গাড়িতে হামলা করবে? আওয়ামী লীগের এ নেতা বলেন, কিছুদিন আগে দেখলাম নিজেদের দলের আইনজীবীরা হাতাহাতি করছেন। তারা একে অপরকে সরকারের দালাল বলে গালিগালাজ করেন। এটি নতুন কোনো ঘটনা নয়। সদস্য সংগ্রহের জন্য ফখরুল ইসলাম আলমগীর বরিশালে গিয়েছিলেন। সেখানে প্রকাশ্যে নয় একটি ঘরের মধ্যে অনুষ্ঠান করতে গিয়েছিলেন। সেখানেও অভ্যন্তরীণ কোন্দল, মারামারি, হামলা হয়েছে। সারা বাংলাদেশে নিজেদের কোন্দল ও মারামারি ছাড়া কবে কোন অনুষ্ঠান সুষ্ঠুভাবে তারা করতে পেরেছেন? ওবায়দুল কাদের বলেন, এখন প্রশ্ন তিনি কত ত্রাণ দেবেন? ওনার কারণে সাধারণ মানুষের ত্রাণবাহী গাড়ি উখিয়া যেতে পারছে না। সরবরাহ পথ বন্ধ করে তিনি উখিয়া যাচ্ছেন। তার মতো দায়িত্বশীল নেতার কাছে এ আচরণ শোভন নয়।

সর্বশেষ খবর