সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ওবামার নতুন দায়িত্ব নিয়ে আলোচনা

ওবামার নতুন দায়িত্ব নিয়ে আলোচনা

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা (৫৬) জুরি (বিচারিক সংক্রান্ত কাজ) হিসেবে দায়িত্ব পালনে আমন্ত্রণ পেয়েছেন। সব ঠিক থাকলে আগামী মাসেই ইলিনয় অঙ্গরাজ্যের কুক কাউন্টিতে জুরির চেয়ারে দেখা যাবে সাবেক এই ডেমোক্র্যাট প্রেসিডেন্টকে। মার্কিন বিচারব্যবস্থায় জুরিদের যথেষ্ট ভূমিকা রয়েছে। বিচারক চাইলে তাকে সহযোগিতা করতে নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধির মধ্য          থেকে জুরি মনোনীত করতে পারেন। বিভিন্ন পক্ষের যুক্তি, তর্ক ও তথ্য-উপাত্তের ভিত্তিতে জুরিরা মামলা বিষয়ে তাদের মতামত দেন। এর আগে বিল ক্লিনটন ও জর্জ ডব্লিউ বুশও প্রেসিডেন্ট পদ ছাড়ার পর জুরি মনোনীত হয়েছিলেন। বারাক ওবামা পড়াশোনা করেছেন আইন বিষয়ে। তিনি হার্ভার্ড ল’ স্কুলের ছাত্র ছিলেন। রাজনীতিতে আসার আগে তিনি ইউনিভার্সিটি অব শিকাগোর ল’ স্কুলে ১২ বছর শিক্ষকতাও করেছিলেন। পরিচিত ছিলেন আইনজীবী হিসেবেও।

বিবিসির খবরে বলা হয়, ইলিনয় অঙ্গরাজ্যে বিচারিক কাজে অংশ নেওয়ার জন্য ওবামার কাছে এই প্রস্তাবটি দিয়েছেন স্থানীয় আদালত। তাদের ওই প্রস্তাবে নিজের সম্মতির কথা জানান ওবামা। এ ব্যাপারে কুক আদালতের প্রধান বিচারক টিমোথি ইভানস জানান, সমাজের একজন বাসিন্দা ও মার্কিন নাগরিক হিসেবে তিনি (ওবামা) এ দায়িত্ব পালন করবেন বলে তার মুখপাত্রের মাধ্যমে পরিষ্কারভাবে জানিয়েছেন।

তবে জুরি হতে সম্মতি জানালেও সাবেক প্রেসিডেন্টের নিরাপত্তার দিকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছেন টিমোথি। কুক কাউন্টির নিয়ম অনুযায়ী, জুরির এই কাজের জন্য দিনপ্রতি ১৭ দশমিক ২৫ ডলার বেতন পাবেন ওবামা। বিবিসি।

সর্বশেষ খবর