সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে

নিজস্ব প্রতিবেদক

গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, সংবিধানে গণতন্ত্রের কথা বলা হলেও দেশে গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলছে। গণতন্ত্র আজ নির্বাসিত। ঢাকা  থেকে চট্টগ্রাম যাওয়ার পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে দফায় দফায় হামলার ঘটনায় প্রমাণ করে, দেশে আওয়ামী লীগ ছাড়া কারও কোনো অধিকার নেই। এ সরকারের প্রতিটি অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। জুলুম-নির্যাতন, মামলা-হামলা হুলিয়া উপেক্ষা করে সরকারের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। গতকাল দুপুরে চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অলি আহমদ বলেন, ২০ দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা ও ঢল দেখে ঈর্ষান্বিত হয়ে আওয়ামী লীগ নিজ দলীয় সন্ত্রাসীদের দিয়ে এ হামলা চালিয়েছে। আমরা এলডিপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি বলেন, সমগ্র দেশ আজ গুম-খুনের রাজ্যে পরিণত হয়েছে। এ অবস্থা থেকে জনগণ পরিত্রাণ চায়। এভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক বর্ধিত মূল্যের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সমাজ ভারসাম্যহীন হয়ে পড়েছে। আর এ জন্য দায়ী সরকারের উদাসীনতা ও ভ্রান্তনীতি।

কর্নেল অলি বলেন, রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। আর তাই সরকারের উচিত অবিলম্বে রহিঙ্গা সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। এ সমস্যা সমাধান ও মোকাবিলায় অবিলম্বে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। সভায় আরও বক্তব্য রাখেন এলডিপি  কেন্দ্রীয় সহ-সভাপতি এম ছলিমল্লাহ, সাবেক এমপি নুরুল আলম, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী প্রমুখ।

সর্বশেষ খবর