বুধবার, ১ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

ইতিহাস বিকৃতি পাকিস্তানকে সতর্ক করল বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশের ইতিহাস বিকৃত করে একটি ভিডিও ফেসবুকে প্রচার করে পরে তা সরিয়ে নিতে বাধ্য হয়েছে ঢাকার পাকিস্তান হাইকমিশন। ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নন, জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক’— এমন অপপ্রচার চালানো ভিডিওটি পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছিল। ঢাকার পাকিস্তান অ্যাফেয়ার্স নামে ওই ফেসবুক পেজে হাইকমিশনের শেয়ার করা ১৩ মিনিট ৪৫ সেকেন্ডের  আপত্তিকর ভিডিওটিতে আরও দাবি করা হয়, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতাই চাননি; তিনি স্বায়ত্তশাসন চেয়েছিলেন। এমন ভিডিওতে ফেসবুকে তোলপাড় শুরু হলে গতকাল দুপুরে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার রফিউজ্জামান সিদ্দিকীকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। পরে ভিডিওটি মুছে ফেলে পাকিস্তান হাইকমিশন। তলব করার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের হাইকমিশনার রফিউজ্জামান সিদ্দিকী গতকাল দুপুর ১টার দিকে একবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। পরে বাংলাদেশের পর্যবেক্ষণ নিয়ে বেলা ৩টায় আরও বিস্তারিত আলোচনার জন্য ডাকা হয় পাকিস্তান হাইকমিশনারকে। সে অনুযায়ী বেলা ৩টায় হাইকমিশনার আবার যান পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) কামরুল আহসানের সঙ্গে হাইকমিশনারের বৈঠক হয়। বৈঠক শেষে বেরিয়ে যান পাকিস্তান হাইকমিশনার। মন্ত্রণালয়ে প্রবেশ বা বেরিয়ে যাওয়ার সময় হাইকমিশনার সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। পরে সচিব কামরুল আহসান বলেন, ‘এ ধরনের অপ্রীতিকর কাজ পাকিস্তান আগেও করেছে। আমরা তাদের সতর্ক করেছি।’ মন্ত্রণালয় সূত্র জানান, তলব করার পর বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন পাকিস্তান হাইকমিশনার। পরে ভিডিও সরিয়ে নেওয়া হয়। ঐতিহাসিকভাবে স্বীকৃত বিষয়াদি নিয়ে পাকিস্তান হাইকমিশনের নতুন করে বিতর্ক সৃষ্টির চেষ্টা উদ্দেশ্যপূর্ণ ও দুরভিসন্ধিমূলক বলে মনে করছে বাংলাদেশ। হাইকমিশনের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এ ধরনের কোনো কিছু শেয়ার করায় হাইকমিশনার তার দায়িত্ব এড়াতে পারেন না। এর আগেও পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজে অন্য দেশের প্রতি বিদ্বেষমূলক প্রচারণা চালানো হয়েছে। এবার বাংলাদেশ নিয়ে যে ভিডিও প্রকাশ করা হয়, তাতে সুস্পষ্ট উসকানি ছিল। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে পাকিস্তানের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে।

সর্বশেষ খবর