বুধবার, ১ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

রুশ কানেকশনে সহযোগীর আত্মসমর্পণে ফুঁসছেন ট্রাম্প

প্রতিদিন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী শিবিরের সাবেক তিনজন শীর্ষ কর্মকর্তা সোমবার স্পেশাল কাউন্সেল মাইকেল মুলারের নেতৃত্বাধীন তদন্ত কমিটির কাছে আত্মসমর্পণ করেছেন। আর এ ঘটনাপ্রবাহ প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসের লিভিং কোয়ার্টারে স্থাপিত বিশাল টিভি পর্দায় প্রত্যক্ষ করেছেন। রাশিয়ার সঙ্গে আঁতাতের অভিযোগ তদন্তে নিজের সাবেক ঘনিষ্ঠ সহচরদের জড়ানো দেখে ট্রাম্প এ সময় নাকি ক্রোধে ফুঁসে উঠেছেন। হোয়াইট হাউসের সঙ্গে ঘনিষ্ঠ রিপাবলিকান দলীয় একটি সূত্র সিএনএনকে ট্রাম্পের এমন মেজাজ-মূর্তির কথা জানিয়েছে। এ অবস্থায় ট্রাম্প যাতে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে মাইকেল মুলারের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য না করেন সে জন্য তার ঘনিষ্ঠ সহচররা এ সময় তাকে (ট্রাম্প) জরুরিভিত্তিতে পরামর্শ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের নির্বাচনী শিবির ও রাশিয়ার মধ্যকার যোগসাজশ তদন্ত করছেন এফবিআইয়ের সাবেক প্রধান মুলারের নেতৃত্বাধীন একটি দল। ট্রাম্পের নির্বাচন শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট শীর্ষ তিনজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করাই এখন পর্যন্ত দলটির সবচেয়ে বড় সাফল্য। আঁতাত তদন্তে ট্রাম্পঘনিষ্ঠ যে তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে তারা হলেন নির্বাচনী শিবিরের সাবেক চেয়ারম্যান পল ম্যানাফোর্ট, তার ব্যবসায়িক অংশীদার রিক গেটস এবং পররাষ্ট্রবিষয়ক সাবেক উপদেষ্টা জর্জ পাপাদোপুলস।

তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, অর্থ পাচার এবং এফবিআইয়ের কাছে মিথ্যা বিবৃতি দেওয়াসহ মোট ১২টি অভিযোগ আনা হয়েছে। মুলারের তদন্তকালের কাছে আত্মসমর্পণের পর গতকালই এ তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে ম্যানাফোর্ট ও রিক গেটস তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। তবে এফবিআইয়ের কাছে মিথ্যা বিবৃতি দিয়েছেন বলে জর্জ পাপাদোপুলসের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা তিনি স্বীকার করেছেন। জর্জের এ স্বীকারোক্তিতে ট্রাম্প ও তার ঘনিষ্ঠরা সবচেয়ে বিস্মিত হয়েছেন বলে সূত্রটি জানিয়েছে। এ ছাড়া রুশ আঁতাত তদন্তে জর্জ এফবিআইকে সহযোগিতা করছেন এ ধারণাই ট্রাম্পের ঘনিষ্ঠজনদের মাঝে বড় অস্বস্তি তৈরি করেছে বলেও সূত্রটি জানায়। ম্যানাফোর্ট ও গেটসকে এ তদন্তে জড়ানো হতে পারে তা ট্রাম্প তদন্তকাজের শুরুর পর থেকেই ধরে নিয়েছিলেন। তাই এতে ট্রাম্প বিস্মিত হননি বলে সূত্রগুলো জানিয়েছে। এদিকে নিজ নির্বাচনী শিবিরের সাবেক তিনজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দাখিল ও মুলারের তদন্তকালের কাছে তাদের আত্মসমর্পণের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প একটি টুইট করেছেন। এতে তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে প্রশ্ন রেখে লিখেন, ‘তবে কেন অসৎ হিলারি ও ডেমোক্র্যাটদের এ তদন্তের মূল কেন্দ্রবিন্দু করা হচ্ছে না?’ সিএনএন গত শুক্রবারই খবর দেয়, ওই অভিযোগ তদন্তে গঠিত মাইকেল মুলারের নেতৃত্বাধীন দলটি প্রথম অভিযোগ দাখিল করে। তবে কার বা কাদের বিরুদ্ধে এ অভিযোগ দেওয়া হয়েছে তা অবশ্য তখন জানানো হয়নি। সিএনএন।

সর্বশেষ খবর