বুধবার, ১ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

সিপিএ সম্মেলন শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

অনানুষ্ঠানিকভাবে আজ থেকেই ঢাকায় শুরু হচ্ছে কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশন—সিপিএর ৬৩তম কনফারেন্স। আনুষ্ঠানিকভাবে এ সম্মেলন উদ্বোধন হবে ৫ নভেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এ উপলক্ষে সম্মেলনে আগত অতিথিদের স্বাগত জানাতে সংরক্ষিত হোটেলগুলো, সংসদ সচিবালয় ও ঢাকার রাজপথ সেজেছে বর্ণিল সাজে। সম্মেলনে আগত ৪৪টি দেশের জাতীয় পতাকা ও রাজধানীর ছবিসহ ৪৪টি আইল্যান্ড বোর্ড স্থাপন করা হয়েছে সংসদ ভবনের ভিতরের রাস্তার দুপাশে। রাজধানীর মহাসড়কের আইল্যান্ড ও দুপাশে শোভা পাচ্ছে বিভিন্ন দেশের জাতীয় পতাকাসহ নানা রঙের পতাকা, ফেস্টুন ও ব্যানার। রাতের রাজপথও আলো ঝলমল। নাইট লাইট রোড শোর আলোতে ঢাকার রাজপথ রঙিন হয়ে উঠছে। সংসদ সচিবালয়ের নিরাপত্তা আজ থেকে চলে গেছে বিশেষায়িত নিরাপত্তা বাহিনী এসএসএফের তত্ত্বাবধানে। সিপিএ কনফারেন্স পাস ছাড়া সংসদ ভবন এলাকায় প্রবেশাধিকার এখন সংরক্ষিত। রাজধানীর যান চলাচল ও নিরাপত্তা ব্যবস্থায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। গতকাল সরেজমিন দেখা যায়, সংসদ ভবনের দক্ষিণ প্লাজার খোলা প্রান্তরে নির্মিত হচ্ছে সুদৃশ্য অস্থায়ী মঞ্চ। সংলগ্ন পশ্চিম পাশের খোলা চত্বরে নির্মিত হচ্ছে আরেকটি আপ্যায়ন প্যান্ডেল।

সংসদ সচিবালয় জানায়, প্রথম দিন আগত অতিথিরা সংসদ ভবন পরিদর্শন এবং সিপিএর চেয়ারপারসন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর চলতে থাকবে সম্মেলনের নানা ইভেন্ট। আট দিনব্যাপী এ সম্মেলনে প্রায় ৬০টি ইভেন্ট রয়েছে। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ৫ নভেম্বর সকাল ১০টায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিপিএর ভাইস প্যাট্রন হিসেবে সম্মেলনের উদ্বোধন করবেন। সিপিএর চিফ প্যাট্রন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গীতিনৃত্যনাট্যের মাধ্যমে তুলে ধরা হবে বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতির নান্দনিক কোরিগ্রাফ। ৪৪ দেশের পতাকা হাতে স্বাগত জানানো হবে বাংলাদেশে আগত অতিথিদের। এ ছাড়া স্পাউস অতিথিদের জন্য ঢাকার ঐতিহাসিক স্থান পরিদর্শনসহ থাকবে হোটেল সোনারগাঁওয়ে পৃথক সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি অতিথিদের ঢাকার অদূরে চন্দ্রা আনসার ক্যাম্প পরিদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। এ জন্য অতিথিদের প্রতিটি মুভমেন্টে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। এ বিষয়ে জাতীয় সংসদের সার্জেন্ট অ্যাট আর্মস ক্যাপ্টেন মুস্তাক আহমেদ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘সিপিএ সম্মেলন সফল করতে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে অতিথিদের নিরাপত্তা দিতে গিয়ে কোনোভাবেই যেন জনদুর্ভোগের সৃষ্টি না হয়, অগ্রাধিকার ভিত্তিতে তা বিবেচনায় রাখা হয়েছে। বিশেষ করে ছাত্র-ছাত্রীদের মুভমেন্টকে মাথায় রেখে আমরা রাজধানীর যান চলাচল ও নিরাপত্তা ব্যবস্থা সমন্বয় করছি।’

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর