বুধবার, ১ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

হামলা ধামাচাপা দিতে যত বিভ্রান্তি

নিজস্ব প্রতিবেদক

হামলা ধামাচাপা দিতে যত বিভ্রান্তি

ফেনীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনা ধামাচাপা দিতে সরকার বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, ওই হামলায় আমাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। সাংবাদিকদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, তারা হামলার শিকার হয়েছেন। কারা আক্রমণ চালিয়েছে এই আক্রমণকারীরা কারা— তা পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে চলে এসেছে। এ নিয়ে তারা (ক্ষমতাসীন দল) বিভিন্ন প্রকার অপপ্রচার শুরু করেছে। তারা আমাদের দলের চট্টগ্রাম মহানগর সভাপতির বিরুদ্ধেও একটি অপপ্রচার চালিয়েছে— যেটা প্রমাণিত হয়েছে, তিনি কখনোই এসবের মধ্যে ছিলেন না। আমরা বলতে চাই, এভাবে মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। এ সময় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, গিয়াস কাদের চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম মহানগর সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবু হাশেম বক্কর উপস্থিত ছিলেন। গাড়িবহরে হামলার ঘটনা সংবাদ মাধ্যমে কভারেজ পাওয়ার জন্য বিএনপির সাজানো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর