বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
খালেদার গাড়িবহরে হামলা

বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

ফেনী ও কুমিল্লা প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও দুই বাসে আগুন দেওয়ার ঘটনায় ফেনী ও কুমিল্লায় মামলা হয়েছে। শনিবার খালেদা জিয়ার কক্সবাজার যাওয়ার পথে ফেনীর দেবীপুর এলাকায় তার গাড়িবহর ও গণমাধ্যম কর্মীদের গাড়িতে হামলার ঘটনায় অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ফেনী কোর্ট পুলিশের পরিদর্শক এ কে এম নজিবুল ইসলাম বাদী হয়ে ফেনী মডেল থানায় এ মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের ফলে যে কোনো একটি গ্রুপ অজ্ঞাতনামা দুষ্কৃতকারী অথবা অনুরূপ কোনো দুষ্কৃতকারী সাংবাদিকদের আক্রমণ ও গাড়ি ভাঙচুরের সঙ্গে জড়িত। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদ খান চৌধুরী মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবারের বোমা হামলার ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন। এ ছাড়া খালেদা জিয়া কক্সবাজারে যাওয়ার পথে স্বাগত জানাতে আসা নেতা-কর্মীদের সঙ্গে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় কুমিল্লার দেবিদ্বার উপজেলা বিএনপির ৩৩ জনের নাম উল্লেখ করে মোট ১১৩ জন নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সোমবার রাতে দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে এ মামলা করেন। এতে দেবিদ্বার উপজেলা বিএনপির সহসভাপতি মনিরুল ইসলাম তাজু, সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল আউয়াল সাইফুলসহ ৩৩ জন আসামির নাম উল্লেখ করা হয়। মামলার পর রাতেই পুলিশ উপজেলা বিএনপির সহসভাপতি মনিরুল ইসলাম তাজু চেয়ারম্যানকে (সাবেক) আটক করেন। এ ছাড়া বুড়িচং উপজেলার এরশাদ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. সাইফ উদ্দিন সবুজকে সোমবার রাতে বুড়িচং থানা পুলিশ গ্রেফতার করে। গতকাল দুপুরে বুড়িচং থানা পুলিশ ছাত্রদল কলেজ শাখা সভাপতিকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

বিএনপির ২৮ নেতা-কর্মীর জামিন : কুমিল্লা প্রতিনিধি জানান, বেগম খালেদা জিয়ার কক্সবাজার যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইটাখলায় সংঘর্ষের ঘটনায় যুবলীগ নেতার দায়ের করা মামলায় বিএনপির ২৮ নেতা-কর্মী জামিন পেয়েছেন। গতকাল কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪ নম্বর বিচারিক হাকিম বিপ্লব দেবনাথের আদালতে হাজির হয়ে নেতা-কর্মীরা এ জামিন লাভ করেন। এ ব্যাপারে দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী জানান, নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা এ মামলার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন ছিল। বিএনপির নেতা-কর্মীদের ওপর পুলিশের সহযোগিতায় সরকারদলীয় ক্যাডাররা হামলা চালিয়ে আহত করে। পরে মিথ্যা মামলা দায়ের করে নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে।

সর্বশেষ খবর