বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

মিয়ানমারের ওপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা দিতে হবে

নিজস্ব প্রতিবেদক

মিয়ানমারের ওপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা দিতে হবে

ড. ইফতেখারুজ্জামান

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘বাংলাদেশ মানবিক দৃষ্টিকোণ থেকে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। কিন্তু দীর্ঘ মেয়াদে দেশের একার পক্ষে এ বোঝা বহন করা সম্ভব নয়। তাই দ্রুত রোহিঙ্গাদের স্বদেশে ফিরে যাওয়ার উপযোগী পরিবেশ সৃষ্টিতে মিয়ানমারের ওপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।’ গতকাল টিআইবির ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। টিআইবি পরিচালিত ‘বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) বাংলাদেশে অবস্থানজনিত সমস্যা : সুশাসনের চ্যালেঞ্জ বিষয়ক সমীক্ষা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংকট মোকাবিলায় জাতীয় ও আন্তর্জাতিক অংশীজনদের সম্পৃক্ত করে অবিলম্বে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ ও কঠোর অবরোধ আরোপ করতে হবে। এর মাধ্যমে দ্রুত বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের ফিরে যাওয়া নিশ্চিত করতে হবে। এ ছাড়া তারা যত দিন আছে, আন্তর্জাতিক অংশীজনদের অংশগ্রহণে ত্রাণ তৎপরতার ব্যয় প্রাক্কলন ও নির্বাহের আহ্বান জানিয়েছে টিআইবি। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা, নির্বাহী ব্যবস্থাপনা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের এবং গবেষণা ও পলিসি বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল হাসান। সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির জলবায়ু অর্থায়নে সুশাসন ইউনিটের প্রোগ্রাম ম্যানেজার গোলাম মহিউদ্দিন। সমীক্ষায় দেখা যায়, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারে নির্যাতন ও নৃশংসতার শিকার রোহিঙ্গারা খাদ্য, বস্ত্র ও বাসস্থানসহ বিশুদ্ধ পানি, পয়োনিষ্কাশন ও স্বাস্থ্যজনিত ঝুঁকির মধ্যে রয়েছে। শরণার্থীদের প্রতিনিধি, স্থানীয় কিছু জনপ্রতিনিধির যোগসাজশে ত্রাণসামগ্রী আত্মসাৎ ও চাঁদাবাজির কারণে প্রতারিত হচ্ছে শরণার্থীরা। বিপুলসংখ্যক শরণার্থী ব্যবস্থাপনায় জাতীয় নিরাপত্তাঝুঁকিসহ সামাজিক, অর্থনৈতিক, স্বাস্থ্য ও পরিবেশগত দীর্ঘমেয়াদি বিপর্যয়ের ঝুঁকির আশঙ্কা দেখা দিয়েছে। রোহিঙ্গাদের কোনো পূর্ণাঙ্গ তালিকা না থাকায় ত্রাণ বিতরণসহ অন্যান্য সহায়তার ক্ষেত্রে সমতা নিশ্চিত করা সম্ভব হয়নি। নিরাপদ খাওয়ার পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থার এখনো ব্যাপক অপ্রতুলতা রয়েছে।

সর্বশেষ খবর