বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

অপকর্মকারীদের দলে টানবেন না

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

অপকর্মকারীদের দলে টানবেন না

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা অপকর্ম করে জনগণের কাছে অপছন্দ, অগ্রহণযোগ্য এসব লোককে আওয়ামী লীগ থেকে বের করে দিন। দল ভারী করতে অপকর্মকারী কাউকে দলে টানবেন না। খারাপ লোক বাদ দিতে হবে, ভালো লোকদের সদস্য করতে হবে। গতকাল রাজশাহীতে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান  অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ। ওবায়দুল কাদের বলেন, ‘দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। এবার আমাদের প্রথম টার্গেট হচ্ছে নারী ভোটার। এরপর টার্গেট হচ্ছে প্রথমবারের মতো যারা ভোটার; মানে তরুণ ভোটার। এ দুই ক্যাটাগরির ভোটারদের ফোকাস করে সদস্য সংগ্রহ অভিযান চালাতে হবে।’ সদস্য কাদের করা যাবে এবং কাদের যাবে না তার দিকনির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, রাজশাহীর যারা সৎ মানুষ, ভালো মানুষ, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও বঙ্গবন্ধুকে ভালোবাসেন তাদের আপনারা সদস্য করবেন। তিনি বলেন, ‘চিহ্নিত কোনো চাঁদাবাজ, দাগী অপরাধী, সন্ত্রাসী, অস্ত্রবাজ আওয়ামী লীগের সদস্য হতে পারবে না। এটা আমার নেত্রীর নির্দেশ। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশ। এই নির্দেশনা আপনারা ফলো করবেন। আওয়ামী লীগ শুধু ভোটের জন্য নয়, আগামী প্রজন্মের জন্য রাজনীতি করে।’ রাজশাহী মহানগরী আওয়ামী লীগ সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন, নুরুল ইসলাম ঠাণ্ডু, আমিনুল আলম মিলন, মেরিনা জাহান কবিতা, পারভীন জামান কল্পনা, জাহাঙ্গীর কবির রানা প্রমুখ।

কালাই রুটি খেলেন সেতুমন্ত্রী : মঙ্গলবার বিকালে রাজশাহীতে পা রেখেই বলেছিলেন, ‘কাল (বুধবার) কলাইয়ের রুটি খেতে যাব।’ সকালে সেই কথা রাখলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঘড়ির কাঁটায় তখন সকাল সাড়ে ৬টা। রাজশাহী মহানগরীর শ্রীরামপুর পদ্মার পাড়। শহররক্ষা বাঁধের ওপর দোকান বিছিয়ে কেবলই কালাই রুটিতে তা দেওয়া শুরু করেছেন দোকানি। এ সময় হাঁটতে হাঁটতে সেখানে উপস্থিত হন সেতুমন্ত্রী। ওপরে চট টাঙানো। নিচে প্লাস্টিকের চেয়ার। তার ওপরেই বসে পড়লেন মন্ত্রী। গরম গরম কালাই রুটি খেলেন আর পান করলেন আদা চা। এ সময় তেমন কেউ না থাকলেও কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে প্রাণ খুলে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদেরের দুই দিনের রাজশাহী সফরের দ্বিতীয় দিনের সকালটা ছিল এমনই। ওবায়দুল কাদের বলেন, ‘আমি রাজশাহীর প্রেমে পড়ে গেছি। আবারও আসব। আর আবার এলেও কালাই রুটি খাব।’

সর্বশেষ খবর