বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

সমঝোতার জন্য কঠোর কর্মসূচি নয়

নিজস্ব প্রতিবেদক

সমঝোতার জন্য কঠোর কর্মসূচি নয়

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যাত্রাপথে হামলার ঘটনায় আজ সারা দেশে এবং আগামীকাল ঢাকা মহানগরীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা দেন। কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, ‘আগামীকাল (আজ বৃহস্পতিবার) সারা দেশে জেলা সদরে বিক্ষোভ হবে। এই প্রতিবাদ আমাদের দলের প্রতিটি ইউনিট তাদের মতো করে করবে, যেটা সুবিধাজনক হবে, তা প্রতিবাদ বিক্ষোভ হতে পারে, মিছিল হতে পারে, সেটাই তারা করবে।’ বিক্ষোভ কর্মসূচির ব্যাখ্যা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এ মুহূর্তে বিএনপি কোনো কঠোর কর্মসূচি দিতে চায় না। বিএনপি আশা করে সরকারের শুভবুদ্ধির উদয় হবে। তারা একটি সমঝোতার রাস্তায় আসবে। সমঝোতার রাস্তা বিএনপি খোলা রাখতে চায়।’ সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী, মীর সরফত আলী সপু, অধ্যাপক ওবায়দুল ইসলাম, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, মুনির হোসেন, রফিক শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, ‘আমরা কোনো সংঘাতে জড়াতে চাই না। সংঘাতে জড়াতে চাই না বলেই কিন্তু সমস্ত পথে আমাদের নেতা-কর্মীরা অত্যন্ত শান্তিপূর্ণ ছিল এবং কোথাও কোনো সমস্যা তৈরি করেনি। আওয়ামী লীগের লোকেরাই সন্ত্রাস করেছে। যারা সরকারি দল করছে তারাই সন্ত্রাস করেছে। এসব কারণেই আমরা এসব কর্মসূচি নিয়েছি। আমরা নিন্দা জানাতে চাই, প্রতিবাদ জানাতে চাই।’ সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা এবং পুলিশকে ধন্যবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘সাংবাদিক ভাই-বোনদের আমরা আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। তারা অনেক কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে হলেও সংবাদ সংগ্রহ করেছেন। তারা প্রতিটি কর্মসূচি কাভার করেছেন। আমরা এখানে অবশ্যই স্বীকার করব, পুলিশ যথাসাধ্য চেষ্টা করেছে, যেন বেগম খালেদা জিয়া নিরাপদে যেতে পারেন। কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বের নীতির কারণে ফেনীতে হামলার শিকার হতে হয়েছে।’ গাড়িবহরে হামলার তীব্র নিন্দা জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমরা মনে করি এটা মানবতার বিরুদ্ধে হামলা, যে কারণে এটা গণতন্ত্রের বিরুদ্ধেও হামলা। সে জন্য সরকারকে আবারও আহ্বান জানাচ্ছি, সংঘাতের রাস্তা ছেড়ে দিয়ে আপনারা সমঝোতার রাস্তায় ফিরে আসুন। একটি আলাপ-আলোচনার মধ্য দিয়ে আগামী নির্বাচন কীভাবে সুষ্ঠু, নিরপেক্ষ হতে পারে এবং কীভাবে সবার কাছে গ্রহণযোগ্য হতে পারে সেই পথ খুঁজে বের করার জন্য সংলাপের ব্যবস্থা করুন। সময় পেরিয়ে গেলে তখন আর সম্ভব হবে না। তখন দায় আপনাদেরই বহন করতে হবে।’

সর্বশেষ খবর