শনিবার, ৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
রংপুর-রাজশাহী মুখোমুখি

বিপিএলের পর্দা উঠছে আজ

আসিফ ইকবাল

হযরত শাহজালাল (রহ.) ও শাহ পরানের পুণ্যভূমি। দুটি পাতা একটি কুঁড়ির সিলেট আবার ৩৬০ আউলিয়ার পুণ্যস্থানও। সুরমা পাড়ের শহরটিকে বলা হয় প্রাকৃতিক সৌন্দর্যের আধার। ছোট-বড় পাহাড়-টিলায় ঘেরা এবং চা-বাগানে ছেয়ে থাকা সিলেট এই প্রথম ক্রিকেট আমেজে মজেছে। সবুজে ঘেরা সিলেটে শুরু হচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট আসর বিপিএল। বিপিএল ঘিরে শহরটির ক্রিকেটপ্রেমীরা মশগুল। দেশের সবচেয়ে জমকালো টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলবে গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও স্বাগতিক সিলেট সিক্সার্স। ফ্লাডলাইটের আলোয় শিরোপা প্রত্যাশী রংপুরের প্রতিপক্ষ রাজশাহী কিংস।

সিলেটে এখন দুটি স্টেডিয়াম। একটি জেলা স্টেডিয়াম, অন্যটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। শহরের বাইরে অবস্থিত স্টেডিয়ামটিতে অনুষ্ঠিত হবে ৮টি ম্যাচ। সৌন্দর্যের বিচারে সিলেট স্টেডিয়ামের অবস্থান সবার ওপরে-এ নিয়ে কোনো সন্দেহ নেই ক্রিকেটপ্রেমীদের। ১৮ হাজার আসনের স্টেডিয়ামটিকে চারদিক দিয়ে ঘিরে রেখেছে লাক্কাতুরা চা-বাগান। চা-বাগান লাগোয়া ছোট্ট সড়ক ধরে স্টেডিয়ামে ঢুকতেই মুগ্ধতায় আবিষ্ট হয়ে পড়ে চোখ। ছোট টিলা আর চা-বাগান ঘেরা স্টেডিয়ামটির গ্যালারি তিন ধরনের। সবার আগে চোখে পড়ে ভিআইপি গ্যালারি। ‘আসাম বাংলো টাইপের’ গ্যালারিটি দোতলা। তার ডান পাশে ছোট্ট টিলা কেটে বানানো হয়েছে গ্রিন গ্যালারি। যা উপমহাদেশের বিরল। পূর্বপাশে দোতলা গ্যালারি। অনেকটাই শারজাহ গ্যালারির আদলে গড়া। স্টেডিয়ামটিতে অবশ্য এই প্রথম প্রতিযোগিতামূলক খেলা হচ্ছে তা নয়, ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপের বাছাই পর্ব হয়েছিল এখানে। মাঠটির পানি নিষ্কাশন ব্যবস্থা যথেষ্ট উন্নত। বৃষ্টি থামার ৩০ মিনিটের মধ্যেই খেলা শুরু করা সম্ভব। ৭টি উইকেটও বেশ মানসম্পন্ন। কিউরেটর নুরুজ্জামান খান নয়ন জানিয়েছেন, ‘এ মাঠের উইকেটগুলো স্পোর্টিং। পুরোপুরি এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। রান উঠবে প্রচুর। তবে ফ্লাডলাইটের আলোয় খেলা একটু কঠিন হবে।’ চোখ-জুড়ানো, মন-ভোলানো স্টেডিয়ামটিতে প্রতিটি খেলাই রান বন্যায় ভেসে যাবে। সেটা দেখতে মাঠে যে দর্শক হুমড়ি খেয়ে পড়বেন, এ নিয়ে কোনো দ্বিধা নেই। কারণ বিপিএলের টিকিট হয়ে পড়েছে সোনার হরিণ। একটি টিকিটের জন্য লম্বা সিরিয়াল দিয়েছেন সিলেটের ক্রিকেটপ্রেমীরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর