শনিবার, ৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

’৭৫ আর ২০১৭ এক নয় : কাদের

নিজস্ব প্রতিবেদক

’৭৫ আর ২০১৭ এক নয় : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। ষড়যন্ত্র থেমে গেছে, তা আমরা মনে করি না। তবে ষড়যন্ত্রকারীদের মনে রাখা উচিত, ’৭৫ সাল আর ২০১৭ সাল এক নয়।’

জেলহত্যা দিবস উপলক্ষে গতকাল সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আলাদাভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়। ওবায়দুল কাদের আরও বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, জাতীয় চার নেতার হত্যাকাণ্ড, ২১ আগস্টের হত্যাকাণ্ড, আওয়ামী পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়ার সেসব ষড়যন্ত্র ইতিহাসের এক একটা কলঙ্কিত দিন। আমরা খুনের রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হব, প্রতিরোধ গড়ে তুলব।’ তিনি বলেন, একটি গোষ্ঠীর ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে, তবে আওয়ামী লীগ এ ব্যাপারে সতর্ক রয়েছে। জেলহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। এ সময় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘৩ নভেম্বরের হত্যাকারীরাই বঙ্গবন্ধুকে শত্রু মনে করে মেরে ফেলে। তারাই এখন প্রধানমন্ত্রীকেও শত্রু মনে করছে। তাই বার বার প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা চালিয়েছে।’ এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর