শনিবার, ৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
এসআইবিএলে অনিয়ম

লন্ডন যেতে পারলেন না রেজাউল হক

নিজস্ব প্রতিবেদক

সোস্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) সদ্য বিদায়ী চেয়ারম্যান মেজর (অব.) মো. রেজাউল হককে লন্ডনে যেতে দেওয়া হয়নি। গতকাল তাকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়। বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ব্যাংকে চেয়ারম্যান থাকাকালীন রেজাউল হকের বিরুদ্ধে অভিযোগের পাহাড় ছিল। অবৈধ সুবিধা ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট করে নাশকতায় অর্থায়ন করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। রেজাউল হকের অনিয়ম ও দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের তীর মাথায় নিয়ে গত সোমবার চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান রেজাউল হক। সেই সঙ্গে পদত্যাগ করেন নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আনিসুল হক, ব্যবস্থাপনা পরিচালক শহীদ হোসেন। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। এ ছাড়া নতুন এমডি হিসেবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অতিরিক্ত এমডি ওসমান আলী ও নির্বাহী কমিটির চেয়ারম্যান হয়েছেন এনআরবি গ্লোবাল ব্যাংকের ভাইস চেয়ারম্যান বেলাল আহমেদ। ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকটির বিদায়ী চেয়ারম্যান রেজাউল হক নামে-বেনামে বিভিন্ন প্রতিষ্ঠানে ঋণ দিয়ে বিদেশে কোটি কোটি টাকা পাচার করেছেন। ২০১৩ সালের পর দেশের অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নাম এসেছে তাদের মধ্যে রেজাউল হক নেতৃত্বাধীন এসআইবিএল ছিল অন্যতম। বিশেষ করে হলি আর্টিজানে জঙ্গি হামলার পর গোয়েন্দা সংস্থার তদন্তে নাশকতা কর্মকাণ্ডে ব্যবহূত বিপুল পরিমাণ অর্থের উৎস হিসেবে নাম এসেছে এই ব্যাংকটির। ব্যাংকের সিনিয়র কর্মকর্তাদের পাশ কাটিয়ে সিএসআরের অর্থ পুরোটাই অস্বচ্ছ প্রক্রিয়ায় ব্যয় করে একটি বিশেষ রাজনৈতিক মহলকে সুবিধা দেওয়া হয়েছে, যাদের বিরুদ্ধে দেশে জঙ্গি কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ফলে ব্যাংকের লক্ষাধিক গ্রাহকের আমানত আজ হুমকির মুখে পড়েছে।

সর্বশেষ খবর