শনিবার, ৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

বিএনপির নিন্দা না করাটা রহস্যজনক

কুষ্টিয়া প্রতিনিধি

বিএনপির নিন্দা না করাটা রহস্যজনক

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, জেলহত্যা দিবসে বিএনপির নিন্দা না করাটা রহস্যজনক। জেলহত্যাকারীরাই বঙ্গবন্ধুর হত্যাকারী। যারা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের নিন্দা-প্রতিবাদ করে না তারা কার্যত আইনের শাসন ও গণতন্ত্রে বিশ্বাস করে না। গতকাল বেলা ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, জেনারেল জিয়াউর রহমান হত্যা, খুন ও অবৈধ ক্ষমতা দখলের সামরিকতন্ত্রের প্রত্যক্ষ সমর্থক। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকারীদের প্রধান রক্ষক ও পুনর্বাসনকারী জিয়া, খালেদা জিয়া ও বিএনপি ’৭৫-এর খুনিচক্রের প্রধান সমর্থক ও রাজনৈতিক আশ্রয়দাতা। সুতরাং বেগম জিয়ার রাজনীতিতে উপস্থিতি মানে চক্রান্তের উপস্থিতি। বিএনপির রাজনীতিতে থাকা মানে চক্রান্তের লালন করা। এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার নূরানী ফেরদৌস দিশা, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, জাসদ নেতা জিল্লুর রহমানসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তার নির্বাচনী এলাকা তালবাড়িয়ায় দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় স্থানীয় জাসদ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর