শনিবার, ৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

নারী-পুরুষকে পাশাপাশি কাজ করতে হবে

কুমিল্লা প্রতিনিধি

নারী-পুরুষকে পাশাপাশি কাজ করতে হবে

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশের উন্নয়নে নারী-পুরুষকে পাশাপাশি কাজ করতে হবে। নারীরা হচ্ছে উন্নয়নের চালিকাশক্তি। আমাদের নারীরা এগিয়ে যাচ্ছে, আগের যে কোনো সরকারের তুলনায় বর্তমান সরকার অত্যন্ত নারীবান্ধব সরকার। এ সরকার নারীদের জন্য অনেক সুযোগ-সুবিধা চালু করেছে। তিনি গতকাল বিকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের দুর্গাপুরে এক মহিলা সমাবেশে এ কথা বলেন। এ সময় তিনি উল্লেখ করেন, নারীরা পিছিয়ে থাকলে উন্নয়ন সম্ভব নয়। নারীদের উন্নয়নের জোয়ারে শামিল হতে হবে। মন্ত্রী এলাকার উন্নয়ন প্রসঙ্গে বলেন, এ এলাকায় অনেক উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে কুমিল্লা ইপিজেড স্থাপিত হয়েছে। যেখানে ৫০ হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। জনগণের কর্মসংস্থানের লক্ষ্যে একটি আইটি পার্ক স্থাপনের কাজ এগিয়ে চলেছে। এরই মধ্যে জমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে। আপনারা আপনাদের ছেলেমেয়েদের শিক্ষিত করুন, আমি কর্মসংস্থানের ব্যবস্থা করব।

সর্বশেষ খবর