সোমবার, ৬ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

আদালত পরিবর্তনের আবেদন খালেদার আজ আদেশ

নিজস্ব প্রতিবেদক

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালত পরিবর্তন চেয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক  প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। গতকাল দ্বিতীয় দিনের মতো শুনানি শেষে আজ সোমবার আদেশের দিন ধার্য করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। অন্যদিকে একই মামলায় রাষ্ট্রপক্ষের ১১ সাক্ষীকে জেরা চেয়ে খালেদা জিয়ার অপর একটি লিভ টু আপিলের শুনানি শুরু হয়েছে। আজ থেকে সে মামলার পুনরায় শুনানি শুরু হবে। এ ছাড়া খালেদা জিয়ার পক্ষে ডিফেন্স সাক্ষ্য গ্রহণের বিষয়ে অপর একটি আবেদনের শুনানি আগামী ১২ নভেম্বর রবিবার ধার্য করেছে আপিল বিভাগ। গতকাল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়। তার আগে আপিল বিভাগের এই বেঞ্চটি গত বৃহস্পতিবার খালেদা জিয়ার আবেদনের শুনানি করে। আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে  মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন মাহবুবউদ্দিন খোকন, কায়সার কামাল, রাগীব রউফ চৌধুরী, জাকির হোসেন ভূইয়া প্রমুখ। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

সর্বশেষ খবর