সোমবার, ৬ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

দারুণ জয়ে ঘুরে দাঁড়াল ঢাকা

আসিফ ইকবাল, সিলেট থেকে

প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের কাছে বাজেভাবে হেরে যায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। তবে গতকালই তারা দুর্দান্ত জয় দিয়ে নতুন করে যাত্রা শুরু করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে গতকাল ঢাকা ডায়নামাইটস নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করে। ২০৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৩৭ রানেই থেমে যায় খুলনা টাইটানসের ইনিংস। ৬৫ রানের বিশাল জয় পেয়েছে সাকিব আল হাসানের দল। জয় পেয়েছে সিলেট সিক্সার্সও। গতকাল দিনের প্রথম ম্যাচে কুমিল্লা  ভিক্টোরিয়ান্সকে ৪ উইকেটে হারিয়েছে সিলেট। জয়ের জন্য সিলেট সিক্সার্সের শেষ ওভারে দরকার ১০ রান। টি-২০ ক্রিকেটে যা মামুলি টার্গেট! বল হাতে ক্যারিবীয় পেসার ডোয়াইন ব্রাভো এবং ব্যাটিংয়ে শুভাগত হোম ও লিয়াম প্লাঙ্কেট। টানটান উত্তেজনা তখন অপরূপ সৌন্দর্য্যের সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। হারজিতের অপেক্ষায় ক্ষণ গুণছে মাঠে উপস্থিত ১৫ হাজার দর্শক। স্বাগতিক দলের জয়ের কামনায় তখন গোটা স্টেডিয়াম কোরাস গাইছে। মাঠের এক কোণায় ডাগআউটে অস্থির কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্রিকেটার ও কর্মকর্তারা। প্রথম বল করলেন ব্রাভো। আড়াআড়ি খেলতে গিয়ে বোল্ড শুভাগত হোম। পিনপতন নীরবতা স্টেডিয়ামে। নামলেন নুরুল হাসান সোহান। নেমেই লং অনে হাঁকালেন ছক্কা। প্রাণ ফিরে পেল স্টেডিয়াম। উচ্ছ্বাসে মেতে উঠলেন দর্শকরা। টার্গেট চার বলে চার রান। কাট শটে ওভারের পঞ্চম বলটিকে থার্ড ম্যান দিয়ে সীমানা ছাড়া করেই শূন্যে লাফিয়ে উঠলেন সোহান। মেতে উঠলেন বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে। ওই বাউন্ডারিতেই টানটান উত্তেজনার ম্যাচটিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৪ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় সিলেট সিক্সার্স। প্রথম ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে হারিয়েছিল ৯ উইকেটের পাহাড়সম ব্যবধানে। দুর্দান্ত ক্রিকেট খেলে টানা দুই জয়ে সিলেট এখন টুর্নামেন্টের হেভিওয়েট দল! দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডাইনামাইটস এভিন লুইসের ৪০ বলে ৬৬ ও ক্যামেরন ডেলপোর্টের ৩১ বলে ৬৪ রানে ২০২ রানের বিশাল সংগ্রহ গড়ে। এছাড়াও লঙ্কান তারকা সাঙ্গাকারা করেন ২০ রান। খুলনার আবু জায়েদ ও সাইফুল ইসলাম ২টি করে উইকেট শিকার করলেও রানের গতি থামাতে পারেননি। ২০৩ রানের লক্ষ্যে খেলতে নেমে খুলনা টাইটানস মাত্র ১৩৭ রানেই অলআউট হয়ে যায়। সাকিব আল হাসান, আবু হায়দার রনি ও খালেদ আহমেদদের দুর্দান্ত বোলিংয়ে ৬৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা ডায়নামাইটস। খুলনা টাইটানসের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন জফরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর