সোমবার, ৬ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

সিনহার দায়িত্ব গ্রহণ সুদূরপরাহত

—অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, দেশে ফিরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দায়িত্ব গ্রহণ সুদূরপরাহত। অন্য বিচারপতিরা যদি তার (এসকে সিনহা) সঙ্গে না বসতে চান, তাহলে তিনি কীভাবে বিচার করবেন? গতকাল সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। মাহবুবে আলম বলেন, ষোড়শ সংশোধনীর রিভিউর সঙ্গে প্রধান বিচারপতির আসা না-আসার কোনো সম্পর্ক নেই। এটা স্বাভাবিক কার্যক্রমের সঙ্গে চলবে। এতে প্রধান বিচারপতির কোনো বিষয় নেই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা যেভাবে চাইতেন, রুলসটা যেভাবে হোক, তাতে রাষ্ট্রপতির ক্ষমতায় নানা রকম কার্টেল হওয়ার একটা বিষয় দাঁড়িয়ে গিয়েছিল। সে জন্য সুপ্রিম কোর্টের সঙ্গে আইন মন্ত্রণালয়ের আলাপ আলোচনার মাধ্যমে জিনিসটা কীভাবে সুষ্ঠুভাবে নিষ্পত্তি হতে পারে সে ব্যাপারে সরকার চেষ্টা করছে। গতকাল আইনমন্ত্রীর সঙ্গে আমার এ ধরনের কথা হয়েছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ওই গেজেট নিয়ে আপিল বিভাগের শুনানিতে এ নিয়ে আলোচনার পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, এ মামলায় আমরা আবার চার সপ্তাহ সময় নিয়েছি। আমি আদালতকে জানিয়েছি, আদালতের সঙ্গে আইনমন্ত্রী বসতে চান। জিনিসটা কীভাবে সলভ করা যায়। সম্ভবত আগামী বৃহস্পতিবার বসতে পারেন।

সর্বশেষ খবর