মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
বিভিন্ন সংগঠনের ভিন্ন ভিন্ন দিবস

সমাবেশের অনুমতি চেয়ে বিএনপির চিঠি

নিজস্ব প্রতিবেদক

আজ ৭ নভেম্বর। ১৯৭৫ সালের ঘটনাবহুল এ দিনটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি নিয়েছে। বিএনপি ও সমমনা দলগুলো দিনটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করছে। জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও জেএসডি পালন করছে ‘সিপাহি জনতার অভ্যুত্থান দিবস’ হিসেবে। আর আওয়ামী লীগ সমর্থক বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও খালেদ মোশাররফ বীরোত্তম স্মৃতি পরিষদ দিনটি ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ হিসেবে পালন করছে। দিবসটি উপলক্ষে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনের কারণে সোহরাওয়ার্দী উদ্যানে ৮ নভেম্বরের বদলে ১১ নভেম্বর সমাবেশ করার অনুমতি চেয়ে নতুন করে প্রশাসনের কাছে চিঠি দিয়েছে বিএনপি। গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এর আগে ৭ নভেম্বরের ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে পরদিন সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি চাওয়ার কথা শুক্রবার জানিয়েছিলেন তিনি। গতকাল এক সংবাদ সম্মেলনে সমাবেশ পেছানোর কারণ সম্পর্কে রিজভী বলেন, আমাদের অবহিত করা হয়েছে যে সংসদ এলাকায় কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সম্মেলন হচ্ছে। নির্বিঘ্নে যাতে এই সম্মেলন হয়, সেজন্য আমরা আমাদের ৮ নভেম্বরের সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের কর্মসূচি পিছিয়েছি। আগামী ১১ নভেম্বর এ সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে হবে। এ ব্যাপারে আমরা চিঠিও দিয়েছি। আশা করি অনুমতি পেয়ে যাব। আজ মঙ্গলবার ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে সকাল ১০টায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নেতা-কর্মীদের নিয়ে শ্রদ্ধা জানাবেন বলে জানান রিজভী। সিপিএ সম্মেলনের কারণে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা থাকায় ওই কর্মসূচি হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা কথা বলছি, আশা করছি পেয়ে যাব। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আতাউর রহমান ঢালী, আবুল খায়ের ভুঁইয়া, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর