মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

আদালত পরিবর্তনে খালেদা জিয়ার আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারিক আদালত পরিবর্তন চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন খারিজ করেছেন আপিল বিভাগ। দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ গতকাল এ আদেশ দেন। আদালতে খালেদার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের ১১ সাক্ষীকে জেরার আবেদন নিষ্পত্তি করে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের ওপর বৃহস্পতিবার আদেশের দিন ধার্য হয়েছে। গতকাল এ বিষয়ে আপিল বিভাগে শুনানি অনুষ্ঠিত হয়। মামলাটি বর্তমানে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ মো. আখতারুজ্জামানের আদালতে বিচারাধীন রয়েছে। বিচারিক আদালত পরিবর্তন চেয়ে আপিল বিভাগের আদেশের ফলে মামলাটি এ আদালতেই চলবে। এর আগে ৬ আগস্ট জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আদালত পরিবর্তন চেয়ে হাই কোর্টে আবেদনটি করেন খালেদা জিয়া। ২০ আগস্ট আবেদনটি পর্যবেক্ষণসহ খারিজ করেন হাই কোর্ট। হাই কোর্টের সেই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন খালেদা জিয়া। রবিবার দায়িত্বরত প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে এ বিষয়ে করা লিভ টু আপিলের শুনানি শেষ হয়। গতকাল আপিল বিভাগ তা খারিজ করে দেন। জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রাজধানীর রমনা থানায় মামলাটি করে দুদক। এতিমদের সহায়তার জন্য একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় ওই মামলায়।

সর্বশেষ খবর