মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

জুয়া খেলা নিয়ে খুন বিশ্ববিদ্যালয় ছাত্র

নিজস্ব প্রতিবেদক

জুয়া খেলা নিয়ে খুন বিশ্ববিদ্যালয় ছাত্র

বিপিএল খেলায় বাজি ধরাকে কেন্দ্র করে রাজধানীতে নাসিম আহমেদ (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। গতকাল মধ্যবাড্ডার পোস্ট অফিস রোডে এ ঘটনা ঘটে। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। পরিবারের অভিযোগ, বিপিএলে বাজি ধরা নিয়ে তার পেটে ছুরি মারে প্রতিপক্ষের লোকজন। স্থানীয়রা জানান, মাদকসহ জুয়া খেলা নিয়ে তর্ক-বিতর্কের জেরে এক তরুণ নাসিমকে খুন করে। জানা গেছে, নাসিম আহমেদ মানারাত বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করেছেন। সাত মাস আগে শামীমা জামানের সঙ্গে তার বিয়ে হয়। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। তারা লোহারটেকের মেম্বার বাড়ি লেনের ৯৭২ নম্বর বাড়িতে থাকতেন। তার বাবা আলী আহমেদ ফয়জুদ্দিন একটি বীমা কোম্পানিতে চাকরি করেন।  নাসিমের ছোট ভাই লিমন জানান, তাদের বাসার পূর্বদিকে ক্যারম খেলার একটি আসর বসে। সেখানে রাতে বিপিএল খেলায় চার-ছক্কা মারা নিয়ে নাসিম বাজি ধরে আসিফ ও রমজানের সঙ্গে। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে আসিফের গালে চড় মারেন নাসিম। বিষয়টি জানাজানি হলে আসিফের বন্ধুরা নাসিমের বাসায় এসে তার বাবাকে মারধর করে। এসময় আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে মারামারি থামায় এবং বিষয়টি মীমাংসার জন্য গতকাল (সোমবার) সন্ধ্যায় সালিশের সময় নির্ধারণ করে। সকালে নাসিম বাসা থেকে বের হয়ে তাদের বাড়ির পাশের ভূঁইয়া গার্ডেনের সামনে গেলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আসিফ (১৬) নাসিমের  পেটে ছুরি ঢুকিয়ে দেয়। পরে তিনি চিৎকার করলে দৌড় দিয়ে পালিয়ে যায় খুনি। আহতাবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সৌদি প্রবাসী মুনির হোসেন ব্যাপারি জানান, আসিফ স্থানীয় বখাটে সুমন, মিলন ও মাল্লুদের সঙ্গে চলাফেরা করে। আসিফের বাবা সুজন একজন ভ্যানচালক। মাদক সেবন ও বিক্রিতে তাদের সঙ্গ দিত নাসিমও। হয়তো দীর্ঘদিনের ক্ষোভ থেকে নাসিমের ওপর আক্রমণটি হয়েছে। নাসিমের মামা রাকিব জানান, বিভিন্ন ইয়াবাসেবী ও ব্যবসায়ীদের সঙ্গে নাসিমের আড্ডা ছিল রাজধানী অ্যাপার্টমেন্টের সামনে। ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে কয়েকজনের সঙ্গে তার ঝামেলা ছিল। মূলত ওই কারণে প্রতিপক্ষের লোকজন তাকে খুন করেছে। এ ছাড়া কিছুদিন আগে তার বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মাদকের মামলা হয়েছিল। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, খেলার বাজি নিয়ে এক যুবক খুন হয়েছে বলে আমরা জেনেছি। এই ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে কয়েকজনকে শনাক্ত করেছি। তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর