রবিবার, ১২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

জল ঘোলা করবেন না : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা যেভাবে সমাধান করার চেষ্টা করেছেন সেভাবেই সমাধান হয়েছে। গতকাল বিকালে মন্ত্রীর গুলশানের বাসায় প্রধান বিচারপতি এস কে সিনহার পদত্যাগ প্রসঙ্গে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতিকে মহামান্য রাষ্ট্রপতি নিয়োগ দেন। তার সেই ক্ষমতাবলে প্রধান বিচারপতির অনুপস্থিতির সময় ভারপ্রাপ্ত যিনি থাকবেন তিনি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন। সে হিসেবে আবদুল ওয়াহ্হাব মিঞা এই দায়িত্ব পালন করবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুপ্রিম কোর্টের ব্যাপারে সরকার কোনো হস্তক্ষেপ করেনি। তিনি আমাকে যে পত্র দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন, তিনি অসুস্থ। তারপর আমিও হতভম্ব হয়েছি যে তিনি বললেন, আমি (প্রধান বিচারপতি) সুস্থ। মন্ত্রী বলেন, তিনি (এস কে সিনহা) বিদেশ চলে গেলেন। বিদেশ থেকে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন সেখানে আমরা তাকে জোর করব কোত্থেকে? বিদেশে তো আমরা পিস কিপিং ফোর্স পাঠাইনি। পাঠিয়েছি? সুতরাং এগুলো হচ্ছে অবাস্তব বক্তব্য। যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চান, তারা হয়তো এসব কথা বলেন। আমি তাদের শুধু বলব- পানি অত্যন্ত স্বচ্ছ, সেখানে মাছ শিকার করার কোনো উপায় নেই। মন্ত্রী আরও বলেন, কী পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন তাও আমি জানি না। তার সঙ্গে আমার কোনো আলাপ-আলোচনা হয়নি। আরেক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, আমি নিজে সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগপত্র দেখিনি। তাই এ বিষয়ে আমি কোনো কথা বলব না। তিনি একেক সময় একেক কথা বলেন। আমি মহামান্য রাষ্ট্রপতির অফিস থেকে জেনেছি, তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। আমি পদত্যাগপত্র পড়িনি। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার ক্ষমতা প্রয়োগ না করছেন ততক্ষণ পর্যন্ত ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি কাজ করবেন। এখানে কোনো শূন্যতার সৃষ্টি হয়নি। অন্য এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, তার (এস কে সিনহা) বিরুদ্ধে অভিযোগগুলো আমাদের সর্বোচ্চ আদালতের পাঁচজন বিচারপতি তাদের একটি বক্তব্যে দিয়েছেন। আমি সেই পরিপ্রেক্ষিতে বলব আইনের ঊর্ধ্বে কেউ নয়। আইন তার নিজস্ব গতিতে চলবে। অভিযোগের পরিপ্রেক্ষিতে বাকি পাঁচ বিচারপতি এস কে সিনহার সঙ্গে দেখা করে বলেছেন তারা তার সঙ্গে বসে আদালতের কাজ করবেন না।

সর্বশেষ খবর